আনিটা বর্গ (জানুয়ারি ১৭, ১৯৪৯ – এপ্রিল ৬, ২০০৩) ছিলেন একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। তিনি ইনস্টিটিউট ফর উইমেন অ্যান্ড টেকনোলজি এবং গ্রেস হপার সেলিব্রেটান অফ উইমেন প্রতিষ্ঠা করেছিলেন।

আনিটা বর্গ
জন্ম
আনিটা বর্গ নাফ্জ

(১৯৪৯-০১-১৭)১৭ জানুয়ারি ১৯৪৯
মৃত্যু৬ এপ্রিল ২০০৩(2003-04-06) (বয়স ৫৪)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তননিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় (PhD)
পরিচিতির কারণ
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটিং-এ মহিলা
মানব-কম্পিউটার_মিথস্ক্রিয়া
কম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহনিক্সডরফ কম্পিউটারের
ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশনে
জেরক্স পিএআরসি
অভিসন্দর্ভের শিরোনামSynchronizaiton Efficiency (1981)
ডক্টরাল উপদেষ্টারবার্ট দেওয়ার
জেরাল্ড বেলপায়ার[২]

শিক্ষা এবং প্রাথমিক জীবন সম্পাদনা

বর্গ মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ইলিনয় প্যালাটাইনে; কেনোহে, হাওয়াই; এবং মুকিল্তিও, ওয়াশিংটন বড় হয়েছেন।[৩] বোর্গ ১৯৬৯ সালে তার প্রথম প্রোগ্রামিং কাজ পান। যদিও বড় হওয়ার সময় তিনি গণিত পছন্দ করেছিলেন, তবে তিনি প্রাথমিকভাবে কম্পিউটার বিজ্ঞানে যাওয়ার ইচ্ছা করেননি এবং একটি ছোট বীমা সংস্থায় কাজ করার সময় নিজেকে প্রোগ্রাম করতে শিখিয়েছিলেন।[৪] রবার্ট দেওয়ার এবং জেরাল্ড বেলপায়ারের[২] তত্ত্বাবধানে অপারেটিং সিস্টেমের সিঙ্ক্রোনাইজেশন দক্ষতা অনুসন্ধানের জন্য তিনি ১৯৮১ সালে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় কর্তৃক কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি লাভ করেন।

কর্মজীবন সম্পাদনা

তার পিএইচডি করার পরে, বর্গ চার বছর ধরে একটি ফল্ট সহনশীল ইউনিক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম করার জন্য সময় কাটিয়েছিলেন, প্রথমে নিউ জার্সির অরেজেন সিস্টেম কর্পোরেশনের জন্য এবং তারপরে জার্মানের নিক্সডরফ কম্পিউটারের সাথে।[৫]

১৯৮৬ সালে তিনি ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশনে কাজ শুরু করেন, যেখানে তিনি ১২ বছর অতিবাহিত করেন, প্রথম ওয়েস্টার্ন রিসার্চ ল্যাবরেটরিতে।[৬] ডিজিটাল ইকুইপমেন্ট থাকাকালীন, তিনি উচ্চ গতির মেমরি সিস্টেম বিশ্লেষণ এবং নকশা জন্য সম্পূর্ণ ঠিকানা তৈরি করার জন্য একটি পদ্ধতি পেটেন্ট করেছিলেন। তিনি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত, চির বিস্তৃত সায়স্টার্স মেলিং তালিকা চালনার অভিজ্ঞতা তার ই-মেইল যোগাযোগে কাজ করতে পরিচালিত করেছিল। ব্রায়ান রিডের অধীনে নেটওয়ার্ক সিস্টেম ল্যাবরেটরিতে পরামর্শক প্রকৌশলী হিসাবে, তিনি ভার্চুয়াল সম্প্রদায়গুলিতে যোগাযোগের জন্য এমইসিসিএ, একটি ইমেল এবং ওয়েব-ভিত্তিক সিস্টেম তৈরি করেছিলেন। [৫]

১৯৯৭ সালে, বর্গ ডিজিটাল একুইপমেন্টস কর্পোরেশন ত্যাগ করেন এবং জেরক্স পিএআরসি-র চিফ টেকনোলজি অফিসারের কার্যালয়ে গবেষক হিসাবে কাজ শুরু করেন।[৭][৫] জেরক্স থেকে শুরু করার পর পরই তিনি ১৯৯৪ সালে ইনস্টিটিউট ফর উইমেন অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা করেন, এর আগে ১৯৯৪ সালে গ্রেস হপার সেলিব্রেটান অফ ওয়ামেন প্রতিষ্ঠা করেন।

কারিগরি মহিলাদের প্রতিনিধিত্ব সম্পাদনা

বর্গ প্রযুক্তিগত মহিলাদের বৃহত্তর প্রতিনিধিত্বের জন্য কাজ করতে আবেগের সাথে বিশ্বাসী। তার লক্ষ্য ছিল ২০২০ সালের মধ্যে কম্পিউটারে নারীদের জন্য ৫০% প্রতিনিধিত্ব করা।[৮] তিনি প্রযুক্তিগত ক্ষেত্রে এমন জায়গা হওয়ার পক্ষে চেষ্টা করেছিলেন যেখানে পাইপলাইনের সকল স্তরে নারীদের সমানভাবে প্রতিনিধিত্ব করা হবে এবং যেখানে নারীরা প্রভাব ফেলতে পারে এবং প্রযুক্তি থেকে উপকৃত হতে পারে।

স্যাস্টার্স সম্পাদনা

১৯৮৭ সালে, বর্গ প্রযুক্তির ক্ষেত্রে মহিলাদের জন্য প্রথম ইমেল নেটওয়ার্ক স্যাস্টার্স প্রতিষ্ঠা করেছিলেন।[১] সিম্পোজিয়াম অফ অপারেটিং সিস্টেমস প্রিন্সিপালস (এসওএসপি) অংশ নেওয়ার সময়, সম্মেলনে খুব কম মহিলা উপস্থিত ছিলেন বলে তিনি হতবাক হয়েছিলেন। তিনি এবং অন্য ছয় বা সাতজন মহিলা মহিলাদের ঘরে সাক্ষাত করেছিলেন এবং সেখানে কয়েকজন মহিলা কম্পিউটারে কীভাবে ছিলেন সে সম্পর্কে আলোচনা করেছিলেন। সম্মেলনে মহিলারা একসাথে মধ্যাহ্নভোজ খাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং সেখান থেকেই সায়স্টারদের ধারণা তৈরি হয়েছিল।[৯]

স্যাস্টার্স প্রতিষ্ঠা করা হয় তার সদস্যদের জন্য একটি ব্যক্তিগত জায়গা প্রদান করার জন্য যাতে তারা ইনপুট খুঁজতে পারে এবং তাদের সাধারণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে উপদেশ শেয়ার করতে পারে। স্যাস্টার্স সদস্যপদ উচ্চ প্রযুক্তিগত প্রশিক্ষণ সহ মহিলাদের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং আলোচনাগুলি কঠোরভাবে প্রযুক্তিগত বিষয়ে সীমাবদ্ধ ছিল। বর্গ ২০০০ সাল অবধি স্যাস্টারদের তদারকি করেছিলেন।[৭] ১৯৯২ সালে, যখন ম্যাটেল ইনক, একটি বার্বি পুতুল বিক্রি শুরু করেছিল যে বলেছিল যে গণিতের ক্লাস শক্ত, তখন স্যাস্টার তালিকা দিয়ে শুরু হওয়া প্রতিবাদের কণ্ঠগুলি ম্যাটেলকে বার্বির মাইক্রোচিপ থেকে এই বাক্যটি সরিয়ে দেওয়ার জন্য ভূমিকা পালন করেছিল।[৭]

গ্রেস হপার সেলিব্রেশন অফ উইমেন ইন কম্পিউটিং সম্পাদনা

১৯৯৪ সালে, অনিতা বার্গ এবং টেল হুইটনি গ্রেস হপার সেলিব্রেশন অফ উইমেন ইন কম্পিউটিং প্রতিষ্ঠা করেছিলেন। মহিলা কম্পিউটার বিজ্ঞানীদের জন্য একটি কনফারেন্স তৈরি করার প্রাথমিক ধারণা নিয়ে, বোর্গ এবং হুইটনি ডিনারের সময় একটি ফাঁকা কাগজ নিয়ে মিলিত হন এবং তাদের দৃষ্টিভঙ্গি পরিকল্পনা করতে শুরু করেন।[৯] তাদের কারোরই কোনো ধারণা ছিল না কীভাবে একটি সম্মেলন শুরু করতে হয়। ১৯৯৪ সালের জুন মাসে ওয়াশিংটন ডিসিতে গ্রেস হপার সেলিব্রেশন অফ উইমেন ইন কম্পিউটিং প্রথম অনুষ্ঠিত হয় এবং ৫০০ জন প্রযুক্তিগত নারীকে একত্রিত হয়। [১০]

ইনস্টিটিউট ফর উইমেন এন্ড টেকনোলজি সম্পাদনা

 
Anitab.org লোগো

১৯৯৭ সালে, বোর্গ ইনস্টিটিউট ফর উইমেন অ্যান্ড টেকনোলজির (বর্তমানে অ্যানিতা বোর্গ ইনস্টিটিউট ফর উইমেন অ্যান্ড টেকনোলজি) প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পিছনে দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল প্রযুক্তিগত ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নারীদের দ্বারা আরো প্রযুক্তি তৈরি করা।[৬] প্রতিষ্ঠিত হওয়ার পরে, ইনস্টিটিউটটি জেরক্স পিএআরসি-তে অবস্থিত হলেও, এটি একটি স্বতন্ত্র-অলাভজনক সংস্থা ছিল।[৬] এই ইনস্টিটিউটটি একটি পরীক্ষামূলক গবেষণা ও উন্নয়ন সংস্থা হিসাবে তৈরি করা হয়েছিল যাতে প্রযুক্তির উপর মহিলাদের প্রভাব বাড়ানো এবং বিশ্বের নারীদের উপর প্রযুক্তির প্রভাব বাড়ানোর দিকে দৃষ্টি নিবদ্ধ করে। প্রযুক্তির ভূমিকা বাড়াতে, প্রযুক্তিগত মহিলাদের পাইপলাইন তৈরি করতে এবং মহিলাদের কণ্ঠ প্রযুক্তিগত বিকাশকে প্রভাবিত করেছে তা নিশ্চিত করার জন্য এটি বিভিন্ন প্রোগ্রাম চালিয়েছিল।[৫]

২০০২  সালে, টেল হুইটনি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, এবং ২০০৩ সালে বোর্গসম্মানে এটি পুনঃনামকরণ করা হয়। এর ভিত্তি হওয়ার পরে, অ্যানিতা বার্গ ইনস্টিটিউট ফর উইমেন অ্যান্ড টেকনোলজি যুক্তরাষ্ট্রে এর কার্যক্রম বাড়িয়েছে এবং আন্তর্জাতিকভাবে প্রসারিত করেছে, আকারে চতুর্থাংশের চেয়েও বেশি।[১১]

পুরস্কার এবং স্বীকৃতি সম্পাদনা

বর্গ একজন কম্পিউটার বিজ্ঞানী হিসেবে তার সাফল্যের জন্য স্বীকৃত, পাশাপাশি কম্পিউটিং-এ নারীদের হয়ে তার কাজের জন্য। তিনি ১৯৯৫ সালে কম্পিউটিং ক্ষেত্রে নারীদের হয়ে কাজের জন্য অ্যাসোসিয়েশন ফর উইমেন ইন কম্পিউটিং থেকে অগাস্টা আদা লাভলেস পুরস্কার লাভ করেন। ১৯৯৬ সালে তিনি অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারির ফেলো হিসেবে অভিষেক হন।[৫] ১৯৯৯ সালে রাষ্ট্রপতি বিল ক্লিনটন তাকে বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তিতে নারী ও সংখ্যালঘুদের অগ্রগতি উপর রাষ্ট্রপতি কমিশনে নিযুক্ত করেন। নারীদের অংশগ্রহণের ক্ষেত্রের প্রশস্ততা বৃদ্ধির জন্য জাতির কাছে কৌশলগুলি রেকর্ড করার পরামর্শ দেওয়া হয়েছিল তাকে।[৫]

২০০২ সালে তিনি প্রযুক্তি, অর্থনীতি ও কর্মসংস্থান বিভাগে ৮ম বার্ষিক হাইঞ্জ পুরস্কার লাভ করেন।[১২] এছাড়াও ২০০২ সালে, বোর্গ কার্নেগী মেলন বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্মানসূচক ডক্টর অফ সায়েন্স এন্ড টেকনোলজি ডিগ্রী লাভ করেন।[৫]

বোর্গ ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন থেকে ইএফএফ পাইওনিয়ার পুরস্কার লাভ করেন [১৩] এবং ওপেন কম্পিউটিং ম্যাগাজিনের শীর্ষ ১০০ নারী ইন কম্পিউটিং-এ তালিকাভুক্ত হন।[১৪] বোর্গ কম্পিউটিং রিসার্চ অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন এবং বিজ্ঞান ও প্রকৌশলে নারী বিষয়ক জাতীয় গবেষণা কাউন্সিলের কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১৪]

উত্তরাধিকার সম্পাদনা

১৯৯৯ সালে, বোর্গ একটি ব্রেইন টিউমার ধরা পড়ে।[১৫] তিনি ২০০২ পর্যন্ত নারী ও প্রযুক্তি ইনস্টিটিউট নেতৃত্ব অব্যাহত রাখেন।[১৬] তিনি এপ্রিল ৬, ২০০৩, ক্যালিফোর্নিয়ার সোনোমায় মারা যান।[৭]

২০০৩ সালে, ইনস্টিটিউট ফর উইমেন এন্ড টেকনোলজি বোর্গ সম্মানে অনিতা বর্গ ইনস্টিটিউট ফর উইমেন এন্ড টেকনোলজি নামকরণ করা হয়।[১৪]

অন্যান্য বেশ কয়েকটি পুরস্কার এবং প্রোগ্রাম বর্গের জীবন ও কর্মকে সম্মান জানায়। গুগল ২০০৪ এ বর্গের কাজের প্রতি সম্মান জানাতে গুগল অনিতা বোর্গ মেমোরিয়াল বৃত্তি প্রতিষ্ঠা করেছিল।[১৭] ২০১৭ সালের হিসাবে এই প্রোগ্রামটি মহিলা টেকমেকার্স স্কলার্স প্রোগ্রাম হিসাবে পরিচিত।[১৮] এই প্রোগ্রামটি কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্য প্রাচ্যের মহিলাদের অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত হয়েছে।[১৯] ইউএনএসডব্লিউ স্কুল অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তার সম্মানে নামকরণ করা অনিতা বোর্গ পুরস্কার সরবরাহ করে।[২০]

বহিঃসংযোগ সম্পাদনা

  1. "Systers.org"www.systers.org 
  2. Borg, Anita (১৯৮১)। Synchronizaiton Efficiency (গবেষণাপত্র)। New York University। ওসিএলসি 15102657প্রোকুয়েস্ট ৩০৩০২০৪৭৫ 
  3. "The Google Anita Borg Memorial Scholarship: Asia-Pacific"। সংগ্রহের তারিখ অক্টোবর ১৭, ২০১৩ 
  4. "Girl Geeks Chat: Anita Borg, Researcher, Xerox Park; Founder, IWT"WITI। Girl Geeks। আগস্ট ২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১১ 
  5. "WITI Hall of Fame: Dr. Anita Borg"WITI। WITI। ১৯৯৮। সংগ্রহের তারিখ জুন ২৪, ২০১১ 
  6. Gilbert, Alorie (এপ্রিল ৮, ২০০৩)। "Computer scientist Anita Borg dies"CNET News। CNET। সংগ্রহের তারিখ মার্চ ২৯, ২০১১ 
  7. Hafner, Katie (এপ্রিল ১০, ২০০৩)। "Anita Borg, 54, Trailblazer For Women in Computer Field"NYTimes। New York Times। সংগ্রহের তারিখ জুন ২১, ২০১১ 
  8. "Dr. Anita Borg: 50/50 by 2020"Anita Borg Institute for Women and Technology। YouTube। 
  9. "Anita Borg Celebration: Changing the World for Women and Technology"Anita Borg Institute for Women and Technology। YouTube। 
  10. "History of the Conference"। Anita Borg Institute for Women and Technology। জুন ২৩, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১১ 
  11. "About Us: History"। Anita Borg Institute for Women and Technology। জুন ২৯, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৩, ২০১১ 
  12. "The Heinz Awards, Anita Borg profile"। Heinz Awards। জুলাই ২০, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৩, ২০১১ 
  13. "Pioneer Awards: Past Winners"Electronic Frontier Foundation (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৬-২৮। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৪ 
  14. "About Anita Borg, Co-Founder of GHC"AnitaB.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৪ 
  15. "Q&A: The CEO behind the world's largest conference for women in computing"www.bizjournals.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৪ 
  16. "The Most Influential Women in Technology: Telle Whitney"। Fast Company। সংগ্রহের তারিখ জুন ২৩, ২০১১ 
  17. "Google Anita Borg Scholarship" 
  18. Atieno, Milicent (২০১৬-১০-০৯)। "Announcing Google's Women Techmakers Scholarship Program"Innov8tiv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৪ 
  19. "Winners"। The Google Anita Borg Memorial Scholarship: USA। সংগ্রহের তারিখ অক্টোবর ১৭, ২০১৩ 
  20. "University Medallists"। The University of New South Wales। অক্টোবর ১৯, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৭, ২০১৩