আনিছুর রহমান মিঞা

বাংলাদেশের সচিব

আনিছুর রহমান মিঞা বাংলাদেশ সিভিল সর্ভিসের একজন অবসরপ্রাপ্ত সচিব। বর্তমানে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২]

আনিছুর রহমান মিঞা
চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৪ জুন ২০২২
পূর্বসূরীএ বি এম আমিন উল্লাহ নুরী
ব্যক্তিগত বিবরণ
জন্মগাজীপুর, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

জন্ম সম্পাদনা

আনিছুর রহমানের গ্রামের বাড়ি গাজীপুর জেলার পূবাইল ইউনিয়নের অন্তর্গত কুদাব গ্রামে। তার পিতা আব্দুল মোত্তালেব ও মাতা মাজেদা বেগম। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।[৩][৪]

কর্মজীবন সম্পাদনা

আনিছুর রহমান মিঞা বাংলাদেশ সিভিল সার্ভিসের একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯৩ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক এবং টাঙ্গাইলনারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্পত্তি বিভাগে পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও কর্তব্যরত ছিলেন।[৫] ২০২২ খ্রিষ্টাব্দের ৪ জুন তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে হিসেবে কর্মকাল শুরু করেন।[৬] একই বছরের ২৭ অক্টোবর তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন। পদোন্নতির পর তাকে রাজউকের চেয়ারম্যান পদেই পদায়ন করা হয়।[৪][৭][৮]

পুরস্কার সম্পাদনা

কাজের স্বীকৃতিস্বরূপ তিনি সরকার কর্তৃক একাধিক পুরস্কারে ভূষিত হন। এরমধ্যে রয়েছে-[৪][৭]

  • শ্রেষ্ঠ ডিজিটাল জেলা পুরস্কার (২০১৫), প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত;
  • পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করায় শ্রেষ্ঠ জেলা প্রশাসক পুরস্কার-২০১৬, প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত;
  • বাংলাদেশ সিভিল সার্ভিসের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার জনপ্রশাসন পদক-২০১৬, প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত;
  • বেস্ট সার্ভিস ডেলিভারি পদক-২০১৬, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিব কর্তৃক যৌথভাবে স্বাক্ষরিত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রাজউক চেয়ারম্যান হলেন আনিছুর রহমান"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২ 
  2. "গ্রেড-১ হলেন দুই অতিরিক্ত সচিব"সময় টিভি। ২৭ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২ 
  3. "রাজউক চেয়ারম্যান হলেন আনিছুর রহমান মিঞা"যুগান্তর। ১৯ মে ২০২২। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২ 
  4. "রাজউকের নতুন চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা"বাংলাদেশ প্রতিদিন। ১৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২ 
  5. "জনপ্রশাসনে এপিডি অনুবিভাগে নতুন অতিরিক্ত সচিব আনিছুর রহমান"জাগোনিউজ২৪.কম। ৪ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২ 
  6. "রাজউকের নতুন চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা"ইত্তেফাক। ১৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২ 
  7. "চেয়ারম্যান, রাজউক"রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ১০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২ 
  8. "নির্বাচন কমিশনসহ ৪ দপ্তরে নতুন সচিব"আমাদের সময়। ২৮ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২