আনবাড়িয়া মসজিদ
সৌদি আরবের মসজিদ
আনবাড়িয়া মসজিদ (আরবি: مسجد العنبرية, প্রতিবর্ণীকৃত: Masjid al-‘Anbarīyah; তুর্কি: Amberiye Mescidi) মদিনায় অটোমান তুর্কীদের দ্বারা নির্মিত একটি মসজিদ, যা বর্তমানে সৌদি আরবের অংশ। আনবারিয়া গেটের নামানুসারে এর নামকরণ করা হয়, যার পাশেই মসজিদটি অবস্থিত।
আনবাড়িয়া মসজিদ | |
---|---|
![]() আনবাড়িয়া মসজিদ | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | ![]() |
স্থানাঙ্ক | ২৪°২৭′৪২″ উত্তর ৩৯°৩৬′৬″ পূর্ব / ২৪.৪৬১৬৭° উত্তর ৩৯.৬০১৬৭° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
প্রতিষ্ঠাতা | দ্বিতীয় আব্দুল হামিদ |
সম্পূর্ণ হয় | ১৯০৮ |
মিনার | ২ |
১৯০৮ সালে অটোমান সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ মসজিদটি নির্মাণ করেন[১] এবং সৌদি সরকার কর্তৃক ধ্বংসপ্রাপ্ত নয় এমন কয়েকটি ঐতিহাসিক ভবনগুলির মধ্যে এটি অন্যতম। ওহাবী/সালাফি মতাদর্শের অংশ হিসেবে সৌদি সরকার অজিয়াদ দুর্গের মতো প্রাচীন বা অটোমান ঐতিহাসিক ভবনগুলি ধ্বংস করে দেয় পাশাপাশি যেসব ভবন তাদের সালাফি সম্প্রদায়ের অন্তর্গত নয় তাদের প্রত্যাখ্যান করে।
আনবাড়িয়া মসজিদটি হেজাজ রেলওয়ে স্টেশনের পাশের হেজাজ রেলওয়ে প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হয়, যেখানে হেজাজ রেলওয়ে জাদুঘর রয়েছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Medine'de Görülebilecek Yerler – Tren istasyonu ve Amberiye Mescidi"। Umre Bilgileri (তুর্কি ভাষায়)। ২০১৫-০২-০৬। ২০১৫-০৫-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৬।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে আনবাড়িয়া মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।