আদলপাহাড়ী রেলওয়ে স্টেশন

ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন

আদলপাহাড়ি রেলওয়ে স্টেশন হল পূর্ব রেলওয়ের হাওড়া রেলওয়ে বিভাগের অধীনে জাসিডিহ-দুমকা-রামপুরহাট লাইনের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার চাকাইপুর, আদলপাহাড়িতে নারায়ণপুর রোডের পাশে অবস্থিত।[]

আদলপাহাড়ি রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল
অবস্থাননারায়ণপুর রোড, চাকিপুর, আদলপাহাড়ি, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৪°১২′৩০″ উত্তর ৮৭°৪২′৩৪″ পূর্ব / ২৪.২০৮২১৮° উত্তর ৮৭.৭০৯৫৭৮° পূর্ব / 24.208218; 87.709578
উচ্চতা৫৬ মিটার (১৮৪ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
লাইনজাসিডিহ-দুমকা-রামপুরহাট রেলপথ
প্ল্যাটফর্ম
রেলপথ১ (একক ডিজেল চালিত রেলপথ)
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
সাইকেলের সুবিধানা
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডALPD
অঞ্চল পূর্ব রেল
বিভাগ হাওড়া
ইতিহাস
চালু২০১৪-১৫
বৈদ্যুতীকরণনা
অবস্থান
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

২০১১ সালের ১২ জুলাই জাসিডিহ জংশন থেকে দুমকা রেলপথ চালু হয় এবং ২০১৪ সালের জুন মাসে দুমকা থেকে অম্বাজোরা শিকারিপাড়া রেলপথ স্থাপন করা হয়। রামপুরহাট থেকে পিনারগড়িয়া পর্যন্ত ট্র্যাকটি ২০১২ সালের ২৫ নভেম্বর চালু হয়। ২০১৫ সালের ৪ জুন আদলপাহাড়ি রেল স্টেশন-সহ দুমকা থেকে রামপুরহাট পর্যন্ত সম্পূর্ণ একক রেলপথ চালু হয়।

তথ্যসুত্র

সম্পাদনা
  1. Ghosh, Pran Pratim। "Adalpahari Railway Station Map/Atlas ER/Eastern Zone – Railway Enquiry"India Rail Info। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭