আত্রোমিতোস ফুটবল ক্লাব
আত্রোমিতোস ফুটবল ক্লাব (গ্রিক: Π.Α.Ε. Α.Π.Σ. Ατρόμητος Αθηνών, এছাড়াও পিএই এপিএস আত্রোমিতোস এথিনোন, আত্রোমিতোস এফসি অথবা শুধুমাত্র আত্রোমিতোস নামে পরিচিত) হচ্ছে পেরিস্তেরি ভিত্তিক একটি গ্রিক পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে গ্রিসের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুপার লীগ গ্রিসে খেলে। এই ক্লাবটি ১০২৩ সালের ৩১শে মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আত্রোমিতোস তাদের সকল হোম ম্যাচ পেরিস্তেরির পেরিস্তেরি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১০,০৫০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সাভভাস পান্তেলিদিস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভাসিলিস বেতসিস। আর্জেন্টিনীয় মধ্যমাঠের খেলোয়াড় হাবিয়ের উম্বিদেস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
![]() | ||||
পূর্ণ নাম | Π.Α.Ε. Α.Π.Σ. Ατρόμητος Αθηνών (এপিএস আত্রোমিতোস অ্যাথেন্স ফুটবল ক্লাব) | |||
---|---|---|---|---|
ডাকনাম | আত্রোমিতোস (নির্ভীক) | |||
প্রতিষ্ঠিত | ৩১ মে ১৯২৩ | |||
মাঠ | পেরিস্তেরি স্টেডিয়াম[১] | |||
ধারণক্ষমতা | ১০,০৫০ | |||
মালিক | ![]() | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | সুপার লীগ গ্রিস | |||
২০১৮–১৯ | ৪র্থ | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, আত্রোমিতোস এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি বেটা এথনিকি, ১টি গামা এথনিকি এবং ১টি ডেল্টা এথনিকি শিরোপা রয়েছে।
অর্জনসম্পাদনা
ঘরোয়াসম্পাদনা
- ফুটবল লীগ (দ্বিতীয় বিভাগ)
- গামা এথনিকি (তৃতীয় বিভাগ)
- বিজয়ী (১): ১৯৮৮
- ডেল্টা এথনিকি (চতুর্থ বিভাগ)
- বিজয়ী (১): ১৯৯৮
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০।
- ↑ "ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তা"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০।
- ↑ "ক্লাবের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০।
- ↑ "আত্রোমিতোস ফুটবল ক্লাব: বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০।
বহিঃসংযোগসম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (গ্রিক) (ইংরেজি)
- সুপার লীগ গ্রিসে আত্রোমিতোস ফুটবল ক্লাব ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ মার্চ ২০১৯ তারিখে (গ্রিক) (ইংরেজি)
- উয়েফা.কমে আত্রোমিতোস ফুটবল ক্লাব (ইংরেজি)