আড়িয়াল বিল
আড়িয়াল বিল পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত ও মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি অবভূমি। এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল।[১] আড়িয়াল বিলের বেশিরভাগ এলাকাই শুষ্ক ঋতুতে আর্দ্র থাকে এবং বিলে যথেষ্ট পরিমাণ পানি সঞ্চিত থাকে। বর্ষায় পানিতে টইটুম্বুর থাকলেও শীতকালে এটি বিস্তীর্ণ শস্য ক্ষেতে পরিণত হয়। এখানে শীতকালে নানা ধরনের সবজির চাষ করা হয়, এ বিলের বিশেষ আকর্ষণ হচ্ছে বিশাল আকৃতির মিষ্টি কুমড়া।
আড়িয়াল বিল | |
---|---|
অবস্থান | শ্রীনগর মুন্সিগঞ্জ |
স্থানাঙ্ক | ২৩°৩৪′ উত্তর ৯০°১৬′ পূর্ব / ২৩.৫৭° উত্তর ৯০.২৭° পূর্বস্থানাঙ্ক: ২৩°৩৪′ উত্তর ৯০°১৬′ পূর্ব / ২৩.৫৭° উত্তর ৯০.২৭° পূর্ব |
অববাহিকার দেশসমূহ | বাংলাদেশ |
পরিচ্ছেদসমূহ
অবস্থানসম্পাদনা
আড়িয়াল বিল ঢাকা থেকে প্রায় ৪২ কিঃমিঃ দক্ষিণে মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত শ্রীনগর উপজেলায় অবস্থিত। এর আয়তন ১৩৬ বর্গ কিলোমিটার।[২]
গঠনসম্পাদনা
হাজার বছর ধরে এটির প্রতিবেশ ব্যবস্থা গড়ে উঠেছে। ধারণা করা হয়, অতি প্রাচীন কালে এ স্থানে গঙ্গা ও ব্রহ্মপুত্রের সঙ্গমস্থল ছিল, পরবর্তিতে উভয় নদীর প্রবাহ পরিবর্তনের ফলে এই স্থান শুষ্ক হয়ে বিলে পরিণত হয়। বিলটি ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা এবং পদ্মা নদীর মাঝখানে একটি ছিটমহলসম জলাভূমি। বিলের সান্নিধ্যে গেলে কিছুটা হলেও ঋতুময় বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এর বর্ষায় সৌন্দর্য সবচেয়ে বেশি নয়নাভিরাম।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "বর্ষায় আড়িয়াল বিল ভ্রমণ"। ৩০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৮।
- ↑ "আড়িয়াল বিল"।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিভ্রমণে আড়িয়াল বিল সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |