আটরা গিলাতলা ইউনিয়ন

খুলনা জেলার ফুলতলা উপজেলার একটি ইউনিয়ন
(আটরা গিলাতলা ইউনিয়ন, ফুলতলা থেকে পুনর্নির্দেশিত)

আটরা গিলাতলা ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার ফুলতলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

আটরা গিলাতলা ইউনিয়ন
ইউনিয়ন
আটরা গিলাতলা ইউনিয়ন খুলনা বিভাগ-এ অবস্থিত
আটরা গিলাতলা ইউনিয়ন
আটরা গিলাতলা ইউনিয়ন
আটরা গিলাতলা ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
আটরা গিলাতলা ইউনিয়ন
আটরা গিলাতলা ইউনিয়ন
বাংলাদেশে আটরা গিলাতলা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৪′৫২.৬″ উত্তর ৮৯°৩০′১০.৪″ পূর্ব / ২২.৯১৪৬১১° উত্তর ৮৯.৫০২৮৮৯° পূর্ব / 22.914611; 89.502889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
উপজেলাফুলতলা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • শাসকইউপি সচিব সুরাইয়া পারভীন
 • চেয়ারম্যানশেখ মনিরুল ইসলাম
জনসংখ্যা (২০১০ ভোটার তালিকা অনুযায়ী)
 • মোট৬১,৩৪৫
সাক্ষরতার হার
 • মোট৮৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৯২০৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও আয়তন

সম্পাদনা

আটরা গিলাতলা ইউনিয়ন খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবস্থিত। এটি ফুলতলা উপজেলা হতে দক্ষিণ দিকে অবস্থিত। আটরা গিলাতলা ইউনিয়নের উত্তরে দামোদার ইউপি, পুর্বে ভৈরব নদী, দক্ষিণে খুলনা সিটি করপারেশনের এর ১ নং ওয়ার্ড এবং যোগীপোল ইউনিয়ন পরিষদ এবং পশ্চিমে বিল ডাকাতিয়া। এই ইউনিয়নের আয়তন ১৯.৫৪ বর্গ কিলোমিটার। মোট জমির পরিমান ৪৮৩০,৪৮ হেক্টর।

চেয়ারম্যান ও ইউপি সচিব

সম্পাদনা
চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম
ইউপি সচিব সুরাইয়া পারভীন

জনসংখ্যা ও ভোটার সংখ্যা

সম্পাদনা

২০১০ সালের ভোটার তালিকা অনুযায়ী ইউনিয়নের মোট জনসংখ্যা,

জনসংখ্যা ভোটার
পুরুষ মহিলা মোট পুরুষ মহিলা মোট
৩১১৯১ ৩০১৫৪ ৬১৩৪৫ ১৬৫৯১ ১৫৪৮৬ ৩২০৭৭

অত্র আটরা গিলাতলা ইউনিয়নে মোট  আটটি গ্রাম আছে, গ্রামগুলি  অনেক সুন্দর ও মনোরম।

নং গ্রামের নাম
পাড়িয়ারডাঙ্গা
মোশিয়ালী
গাবতলা
আটরা
মাত্তমডাঙ্গা
গিলাতলা
শিরোমনি
ডাকাতিয়া

হাট-বাজার

সম্পাদনা

হাট-বাজারের সংখ্যা মোটঃ ৬ টি

নং হাট-বাজারের নাম
পথের বাজার
ইস্টার্নগেট বাজার
আফিল গেট বাজার
গ্যারিশন বাজার
গিলাতলা বাজার
শিরোমণি বাজার

খাল ও নদী

সম্পাদনা

অত্র আটরা গিলাতলা ইউনিয়নে ভৈরব নদী অবস্থিত। নদীতে জেলে সম্প্রদায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে ও যোগাযোগের জন্য লঞ্চ, স্টিমার ও কার্গো জাহাজ চলাচল করে। নদী ছাড়া ইউনিয়নে বেশকিছু খাল রয়েছে। যে সকল খাল সমূহ অত্র ইউনিয়নে আছে,

  • নোনা খোলা খাল
  • বালিয়া খাল
  • সয়ালের খাল

দর্শনীয় স্থান

সম্পাদনা

আটরা গিলাতলা ইউনিয়নে অনেক দশর্নীয় স্থান আছে। যার মধ্যে খুলনার বৃহত্তম জাহানাবাদ সেনানিবাস, বনবিলাস চিড়িয়াখানা, বৃহত্তম জাহানাবাদ সেনানিবাস শিশুপার্ক অন্যতম। পুলিশ ফায়ারিং রেঞ্জ , বিএনসিসি ক্যাম্প। এছাড়াও আছে ভৈরব নদী, বাইপাস সড়ক ও বিল-ডাকাতিয়া

শিক্ষাপ্রতিষ্ঠান

সম্পাদনা

মহাবিদ্যালয়

সম্পাদনা
  • ক্যান্টমেন্ট পাবলিক কলেজ
  • খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়
  • মেট্রো টেকনিক্যাল ও বিএম কলেজ

উচ্চমাধ্যমিক বিদ্যালয়

সম্পাদনা
  • গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় ১৯৬৮ সালে স্থাপিত
  • ক্যান্টনমেন্ট পাবলিক সেকেন্ডারি স্কুল ১৯৮৬ সালে স্থাপিত
  • আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় ১৯৪২ ইং সালে স্থাপিত
  • শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় ১৯৬৬ সালে স্থাপিত
  • মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় ১৯৮৮ সালে স্থাপিত
  • আলীম ইষ্টার্ন মাধ্যমিক কিদ্যালয় ১‌৯৮৪ সালে স্থাপিত
  • আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়

মাদ্রাসা

সম্পাদনা
  • মশিয়ালী দারুল উলুম দাখিল মাদ্রাসা
  • শিরোমনি আলীম মাদ্রাসা
  • গিলাতলা আহম্মদিয়া দাখিল মাদ্রাসা
  • শিরোমনি হাফিজিয়া মাদ্রাসা
  • আটরা শামসুল উলুম কওমী মাদ্রাসা
  • গিলাতলা শেখপাড়া বাঃ ফাঃ হাফিজিয়া মাদ্রাসা
  • গিলাতলা মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা

চিকিৎসা কেন্দ্র

সম্পাদনা
  • ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
  • বিএনএসবি চক্ষু হাসপাতাল
  • লিন্ডা ক্লিনিক

তথ্যসূত্র

সম্পাদনা