আজ রবিবার
বাংলা ধারাবাহিক নাটক
আজ রবিবার হুমায়ূন আহমেদের তৈরি একটি বাংলাদেশী টেলিভিশন সিটকম, যা মূলত বিটিভিতে ১৯৯৯ সালে সম্প্রচারিত হয়েছিল। এটি ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে ২০১৭ সালে হিন্দিতে পুনরায় প্রচারিত হয়েছিল।[১][২]
আজ রবিবার | |
---|---|
![]() | |
ধরন | হাস্যরসাত্নক, পারিবারিক |
নির্মাতা | হুমায়ূন আহমেদ |
লেখক | হুমায়ূন আহমেদ |
পরিচালক | মনির হোসেন জীবন |
সৃজনশীল পরিচালক | মনির হোসেন জীবন |
অভিনয়ে |
|
আবহ সঙ্গীত রচয়িতা | মাকসুদ জামিল মিন্টু |
উদ্বোধনী সঙ্গীত | "লোকে বলে" এবং "নিশা লাগিলো রে" - হাসন রাজা |
মূল দেশ | বাংলাদেশ |
মূল ভাষা | বাংলা |
পর্বের সংখ্যা | ১৩ |
নির্মাণ | |
নির্মাণের স্থান | বাংলাদেশ টেলিভিশন স্টুডিও |
চিত্রগ্রাহক | মাহমুদুর রহমান শরীফ |
সম্পাদক | আহমেদ শপন |
ব্যাপ্তিকাল | প্রায় ৩৬৮ মিনিট |
নির্মাণ কোম্পানি | নুহাশ ফিল্মস |
পরিবেশক | নুহাশ ফিল্মস |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | বিটিভি |
মূল মুক্তির তারিখ | ১৯৯৯ |
কুশিলবসম্পাদনা
নাটকের বিভিন্ন চরিত্রে যাঁরা অভিনয় করেছেন:
- আবুল খায়ের - দাদাজান চরিত্রে
- আবুল হায়াত - জামিল চরিত্রে
- আসাদুজ্জামান নূর - ফরহাদ চরিত্রে
- জাহিদ হাসান - আনিস চরিত্রে
- সুবর্ণা মোস্তফা - মীরা চরিত্রে
- আলী যাকের - আসগর চরিত্রে
- শাওন - তিতলি চরিত্রে
- শিলা আহমেদ - কঙ্কা চরিত্রে
- ফারুক আহমেদ - মতি মিয়া চরিত্রে
- ফজলুল কবীর তুহিন - হিমু চরিত্রে
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Sagor, Faridur Reza। "The Brilliance of Humayun Ahmed"। The Daily Star। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৫।
- ↑ Alom, Zahangir। "Humayun Ahmed's musical creations under spotlight"। The Daily Star। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৫।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |