আজব ছেলে
আজব ছেলে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা ভাষার বাংলাদেশী চলচ্চিত্র। এটি মুহাম্মদ জাফর ইকবালের আজব ছেলে গল্প অবলম্বনে পরিচালনা করেছেন মানিক মানবিক। সরকারি অর্থায়নে নির্মিত এই মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী। অন্যান্য প্রধান চরিত্রে রয়েছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম, তাহমিনা অথৈ প্রমুখ। ২০২৩ সালের ১৭ নভেম্বর চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১]
আজব ছেলে | |
---|---|
পরিচালক | মানিক মানবিক |
চিত্রনাট্যকার | মানিক মানবিক |
উৎস | মুহাম্মদ জাফর ইকবাল কর্তৃক আজব ছেলে |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | সানী জুবায়ের |
চিত্রগ্রাহক | জাহিদ হোসাইন |
সম্পাদক | রাকিব রানা |
প্রযোজনা কোম্পানি | মেঘদূত চলচ্চিত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- রিদওয়ান সিদ্দিকী
- তৌকীর আহমেদ
- তাহমিনা অথৈ - মলি
- সাজু খাদেম
- সানজিদা লতা
- ফয়সাল মাহমুদ
- ফকির বিপ্লব
- মনিরুজ্জামান ফিরোজ
- স্বর্ণা সাহা
- শহিদুল শামীম
নির্মাণ
সম্পাদনামুহাম্মদ জাফর ইকবালের একজন দুর্বল মানুষ গ্রন্থের আজব ছেলে গল্প অবলম্বনে এ চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেন মানিক মানবিক।[২] ২০১৮ সালে তিনি চলচ্চিত্রটি নির্মানের জন্য ৬০ লক্ষ টাকা সরকারি অনুদান পান।[৩] মাঝে, চলচ্চিত্রটির নাম ছেলেটি অদ্ভুত রাখার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে আজব ছেলে নামটিই বহাল রাখা হয়।
বাংলাদেশে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে চলচ্চিত্রটির মুক্তি বিলম্বিত হয়। ২০২২ সালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃক ছাড়পত্র পায় চলচ্চিত্রটি। ২০২৩ সালের ১১ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়[৪] এবং ১৭ নভেম্বর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এটি মুক্তি পায়।[৫]
সঙ্গীত
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "ফুল ফুটেছে" | সানী জুবায়ের | সানী জুবায়ের | প্রিয়াঙ্কা গোপ | ৪:৩৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সাবিহা জামান শশী (১৮ নভেম্বর ২০২৩)। "শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের গল্প বলছে 'আজব ছেলে'"। বণিক বার্তা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
- ↑ "মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে শিশুতোষ সিনেমা আজব ছেলে"। ইনকিলাব। ১৪ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
- ↑ "Gazi Rakayet to receive film grant along with five others"। এশিয়ান এইজ (ইংরেজি ভাষায়)। ৯ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
- ↑ "আজব ছেলের প্রিমিয়ার: সিনেমা হলে মুক্তি ১৭ নভেম্বর"। আজকের পত্রিকা। ১৩ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
- ↑ "প্রেক্ষাগৃহে 'আজব ছেলে'"। জনকণ্ঠ। ১৭ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আজব ছেলে (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে আজব ছেলে