আগ্নেয় শিলা
(আগ্নেয় থেকে পুনর্নির্দেশিত)
আগ্নেয় শিলা (ইংরেজি Igneous Rock) এক প্রকার কঠিন শিলা। আগ্নেয় এবং রূপান্তরিত শিলাগুলি অনুসারে পৃথিবীর ভূূত্বকের ১৬ কিলোমিটারের আয়তনের ৯০-৯৫% অংশ তৈরি করে।[১]
গঠন প্রক্রিয়াসম্পাদনা
সৃষ্টির প্রথমে পৃথিবী জ্বলন্ত গ্যাসীয় অবস্থায় ছিল। ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে এবং উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত ও কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে[২]। পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে বলে এ শিলাকে প্রাথমিক শিলা এবং এ শিলার কোনো স্তর বা জীবাশ্ম নেই বলে একে অস্তরীভূত শিলাও বলে। যেমন-ব্যাসল্ট, গ্রানাইট, ফেলমাইট, সিয়েনাইট স্ট্রাপ ইত্যাদি।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Prothero, Donald R. (২০০৪)। Sedimentary geology : an introduction to sedimentary rocks and stratigraphy। Schwab, F. L. (২য় সংস্করণ)। New York: W.H. Freeman। আইএসবিএন 0-7167-3905-4। ওসিএলসি 52127337।
- ↑ "কিভাবে আগ্নেয় শিলা গঠিত হল"। ২৬ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০০৯।
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |