আইহাই ইউনিয়ন

নওগাঁ জেলার সাপাহার উপজেলার একটি ইউনিয়ন।

আইহাই ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১][২]

আইহাই
ইউনিয়ন
আইহাই ইউনিয়ন পরিষদ
আইহাই রাজশাহী বিভাগ-এ অবস্থিত
আইহাই
আইহাই
আইহাই বাংলাদেশ-এ অবস্থিত
আইহাই
আইহাই
বাংলাদেশে আইহাই ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°১০′১৯″ উত্তর ৮৮°২৯′৩৭″ পূর্ব / ২৫.১৭১৯৪° উত্তর ৮৮.৪৯৩৬১° পূর্ব / 25.17194; 88.49361 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলানওগাঁ জেলা
উপজেলাসাপাহার উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১৯৫৮
আয়তন
 • মোট২৫.৯৯ বর্গকিমি (১০.০৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২১,৬৭০
 • জনঘনত্ব৮৩০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
Map
মানচিত্র

অবস্থান ও সীমানা

সম্পাদনা

আইহাই ইউনিয়ন বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এর উত্তরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন, পশ্চিমে ও দক্ষিণে সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়ন ও পূর্বে শিরন্টি ইউনিয়ন

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

আইহাই ইউনিয়ন ৯টি ওয়ার্ড, ২১টি মৌজা ও ১৯টি গ্রামের সমন্বয়ে গঠিত ।

ওয়ার্ড সমূহ
ওয়ার্ড নাম্বার গ্রামের নাম
০১ আইহাই
০২ রসুলপুর, শুকরইল
০৩ খালিশপুর, মধইল, বামনপাড়া
০৪ আশড়ন্দ, ছাতাহার
০৫ ভাবুক, সরলী
০৬ মির্জাপুর, কল্যানপুর, পলাশডাঙ্গা
০৭ মুংরইল, পাহাড়ী পুকুর
০৮ গৌরীপুর, সুন্দরইল
০৯ মালিপুর, কুচিন্দরী

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

আইহাই ইউনিয়নের আয়তন ২৫.৯৯ বর্গ কি.মি.। বাংলাদেশ সরকারের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়ের মোট জনসংখ্যা ২১৬৭০ জন । এর মধ্যে পুরুষ ১০২২৩ জন ও নারী ১১৪৪৭ জন।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা
শিক্ষার হার

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এই ইউনিয়নের শিক্ষার হার ৪৭% ।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাদ্রাসা
  • মুংরইল এমপি ফাজিল মাদ্রাসা।
  • রসুলপুর দাখিল মাদ্রাসা।
  • ভাবুক হাঁসপুকুর দাখিল মাদ্রাসা।
  • মির্জাপুর দাখিল মাদ্রাসা।
  • পাহাড়ী পুকুর দাখিল মাদ্রাসা।
  • মালিপুর দাখিল মাদ্রাসা।
প্রাথমিক বিদ্যালয়
  • আইহাই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • চকচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • মধইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • আশড়ন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কুচিন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয়
  • আইহাই উচ্চ বিদ্যালয়।
  • মধইল বালিকা উচ্চ বিদ্যালয়।
  • আশড়ন্দ উচ্চ বিদ্যালয়।
  • গৌরীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
কিন্ডারগার্টেন
  • আশড়ন্দ অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুল।
  • আছিয়া সিদ্দিক কিডস স্কুল।
  • সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুল।

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান-মোঃ জিয়াউজ্জামান (টিটু)

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ

হতে

মেয়াদ

পর্যন্ত

০১ মোঃ দছিরুদ্দীন মহালত (পঞ্চায়েত হিসাবে)
০২ মোঃ নইমুদ্দিন সরকার (পঞ্চায়েত হিসাবে)
০৩ মোঃ আফসার আলী বিশ্বাস (পঞ্চায়েত হিসাবে)
০৪ মোঃ শফিউদ্দীন আহম্মেদ ০৭/০১/১৯৭২ ১৮/০৭/১৯৭২
০৫ নুর মোহাম্মদ ১৮/০৭/১৯৭২ ৩১/১২/১৯৭২
০৬ মোঃ জাকেরার রহমান মাহালত ৩১/১২/১৯৭২ ২৭/০২/১৯৭৭
০৭ মোঃ নইমুদ্দিন মাহালত ২৭/০২/১৯৭৭ ২৩/০৪/১৯৮৪
০৮ মোঃ আফতাব উদ্দিন আহমেদ ২৩/০৪/১৯৮৪ ২৩/০৪/১৯৮৮
০৯ মোঃ নইমুদ্দিন মাহালত ২৩/০৪/১৯৮৮ ২৩/০৪/১৯৯২
১০ মোঃ রশিদুল হাসান ২৩/০৪/১৯৯২ ০২/১২/১৯৯৭
১১ মোঃ হামিদুর রহমান ০২/১২/১৯৯৭ ১৬/০৮/২০০৩
১২ মোঃ হামিদুর রহমান ১৬/০৮/২০০৩ ১৬/০৮/২০১১
১৩ মোঃ হামিদুর রহমান ১৬/০৮/২০১১ ১৬/০৮/২০১৬
১৪ মোঃ হামিদুর রহমান ১৬/০৮/২০১৬ ২০/০২/২০২২
১৫ মোঃ জিয়াউজ্জামান (টিটু) ২০/০২/২০২২ -

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আইহাই ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০ 
  2. "সাপাহার উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০