অসমিয়াম(III) ব্রোমাইড

রাসায়নিক যৌগ

অসমিয়াম(III) ব্রোমাইড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত OsBr
3
[১] এই যৌগটি অসমিয়াম ট্রাইব্রোমাইড নামে বেশি পরিচিত।

অসমিয়াম(III) ব্রোমাইড
নামসমূহ
ইউপ্যাক নাম
ট্রাইব্রোমোঅসমিয়াম
অন্যান্য নাম
অসমিয়াম ট্রাইব্রোমাইড
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
ইসি-নম্বর
  • InChI=1S/3BrH.Os/h3*1H;/q;;;+3/p-3
    চাবি: GCZALAMYKLLEHP-UHFFFAOYSA-K
  • [Os+2].[Br-].[Br-].[Br-]
বৈশিষ্ট্য
Br3Os
আণবিক ভর ৪২৯.৯৪ g·mol−১
বর্ণ গাঢ়-ধূসর রঙের কঠিন পদার্থ
গলনাঙ্ক ৩৪০
অদ্রাব্য
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
তথ্যছক তথ্যসূত্র

সংশ্লেষণ

সম্পাদনা

বায়ুশূন্য অবস্থায় বা পরিবেশে অসমিয়াম টেট্রাব্রোমাইডকে গরম করলে এটি ভেঙ্গে গিয়ে ব্রোমিন বের হয় ও সেই সঙ্গে অসমিয়াম ট্রাইব্রোমাইড তৈরি হয়। বিক্রিয়াটি এই রকম :

2OsBr4 → 2OsBr3 + Br2

এই যৌগটি গাঢ়-ধূসর রঙের স্ফটিক গঠন করে।[২] এটি জলে অদ্রবণীয়।[৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Osmium Bromide"। American Elements। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৩ 
  2. "Osmium (III) Bromide, OsBr3"। matweb.com। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৩ 
  3. Lide, David R. (১৯ জুন ২০০৩)। 1998 Freshman Achievement Award (ইংরেজি ভাষায়)। CRC Press। পৃষ্ঠা 4-79। আইএসবিএন 978-0-8493-0594-8। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৩