অর্ধমণ্ডপ (আধা-খোলা দরদালান) হল হিন্দু মন্দির স্থাপত্যে প্রবেশদ্বার গোষ্ঠীর গুরুত্বপূর্ণ উপাদান। এটি প্রবেশদ্বার বারান্দা যা মন্দিরের বাইরে এবং মণ্ডপের মধ্যে ক্রান্তিকাল গঠন করে।[১][২]

খাজুরাহো কান্দারিয়া মহাদেব মন্দিরের অর্ধমণ্ডপ।
কান্দারিয়া মহাদেব মন্দিরের পরিকল্পনা।

অর্ধমণ্ডপ সাধারণত খোলা-আলো-বাতাস দেওয়ার জন্য-মন্দিরের মণ্ডপের প্রবেশদ্বারের সামনে চার-স্তম্ভ বিশিষ্ট মণ্ডপ। মন্দিরের মণ্ডপে তিনটি প্রবেশদ্বার থাকলে, প্রতিটি পাশে একটি করে তিনটি বারান্দা থাকতে হবে। নকশা ও খোদাইতে অর্ধমণ্ডপ সাধারণত মণ্ডপের অনুরূপ।[৩] বেশিরভাগ হিন্দু, |জৈনবৌদ্ধ মন্দিরে কেন্দ্রীয় মন্দির (গর্ভগৃহ) এবং বহির্বিশ্বের মধ্যে বিভিন্ন স্থানান্তরিত স্থান রয়েছে, কিন্তু শুধুমাত্র বৃহত্তম, সবচেয়ে উন্নত মন্দিরগুলি এই উপাদানগুলির সম্পূর্ণ সেট প্রস্তাব করে: অর্ধমণ্ডপ, মণ্ডপ ও মহামণ্ডপ, প্রথমটি সর্বনিম্ন।[৪][৫][৬][৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Allen, Margaret Prosser (১৯৯১)। Ornament in Indian Architecture (ইংরেজি ভাষায়)। University of Delaware Press। পৃষ্ঠা 127। আইএসবিএন 9780874133998। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৯ 
  2. "A Visual Glossary of Hindu Architecture"। brewminate.com। ২ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৯ 
  3. "Ardhamandapa"। blessingsonthenet.com। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৯ 
  4. Harshananda, Swami। "Ardha-maṇḍapa"। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৯ 
  5. "Khajuraho Architecture"Carthage College। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৯ 
  6. "francofrescura.co.za | Architecture | A glossary of southern african architectural terms"www.sahistory.org.za। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৯ 
  7. Cartwright, Mark (৪ সেপ্টেম্বর ২০১৫)। "Hindu Architecture"World History Encyclopedia। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা