অরণ্য (চলচ্চিত্র)
অরণ্য ১৯৭১ সালে মুক্তি পাওয়া একটি সাদাকালো অসমীয়া চলচ্চিত্র। ছবির পরি্চালক ছিলেন সমরেন্দ্র নারায়ণ দেব এবং প্রযোজক ছিল মঙ্গলদৈর ইউনাইটেড প্রোডাকশন। সঙ্গীত সুধীন দাসগুপ্তার। চোরাই শিকার এবং অরণ্য ধ্বংসযজ্ঞকে বিষয়বস্ত হিসাবে নিয়ে ছবির কাহিনী রচনা করা হয়েছিল। অরণ্য অসমীয়া ভাষার শ্রেষ্ঠ ছবির জাতীয় পুরস্কার লাভ করে।[১]
অরণ্য | |
---|---|
পরিচালক | সমরেন্দ্র নারায়ণ দেব |
প্রযোজক | ইউনাইটেড প্রোডাকশন |
রচয়িতা | সমরেন্দ্র নারায়ণ দেব |
চিত্রনাট্যকার | সমরেন্দ্র নারায়ণ দেব |
শ্রেষ্ঠাংশে | বিজু ফুকন বিদ্যা রাও |
সুরকার | সুধীন দাসগুপ্ত |
চিত্রগ্রাহক | রামানন্দ সেনগুপ্ত |
সম্পাদক | গোবিন্দ চেতার্জী |
মুক্তি | ১৯৭১ |
দেশ | ভারত |
ভাষা | অসমীয়া |
অভিনয় শিল্পী
সম্পাদনা- বিজু ফুকন (জয়ন্ত)
- বিদ্যা রাও (কৃষ্ণা)
- তচদ্দূক ইউসুফ়় (প্রতাপ)
- পূণ্য দাস, বীণা বারুবতী, অবলা রয়, অখিল ডেকা, তরুণ হাজারিকা, দেউতি বরুয়া, বিষ্ণু খারঘরীয়া।[১]
গীত
সম্পাদনানং | গানের শীর্ষ | কণ্ঠ | গানিকার | দৈর্ঘ[২] |
---|---|---|---|---|
১ | দিনর পোহর রংচঙীয়া ভাল মানুহর সং, রাতির আন্ধার গমগমীয়া চোর মাতালর রঙ | মান্না দে | কেশব মহন্ত | |
২ | গুর গুর গুর গুর গুর গুর গুর গুর ডম্বরু বজাওঁ ডম্বরু বজাওঁ, হাজো ডুবি দেরগাঁও ডম্বরু বজাওঁ | দ্বীপেন বরুয়া | কেশব মহন্ত | |
৩ | এই পূর্ণিমারে রাতি এই পাহাররে দাঁতি | দ্বীপেন বরুয়া, আরতি মুখার্জী | কেশব মহন্ত | |
৪ | শিলে শিলে ঠেকা খালে নিজেরারে পানী | আরতি মুখার্জী | কেশব মহন্ত |
পুরস্কার এবং সম্মান
সম্পাদনাছবিটি ১৯তম (১৯৭১) জাতীয় চলচ্চিত্র উৎসবে অসমীয়া ভাষার শ্রেষ্ঠ ছবি হিসাবে রজত কমল পুরস্কার লাভ করে।[১]