অমিত ভাট (জন্ম: ১৯ আগস্ট ১৯৭৩) হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি বেশ কয়েকটি হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি মঞ্চনাটকেও অভিনয় করেছেন। তিনি বর্তমানে সাব টিভিতে প্রচারিত তারক মেহতা কা উল্টা চশমায় জেঠালাল চাম্পাকলাল গাড়ার বাবা "চাম্পাকলাল জয়ন্তীলাল গাড়া" চরিত্রে অভিনয় করছেন।

অমিত ভাট
अमित भट्ट
জন্ম (1973-08-19) ১৯ আগস্ট ১৯৭৩ (বয়স ৫০)
জাতীয়তাভারত ভারতীয়
পেশাঅভিনেতা
উল্লেখযোগ্য কর্ম
তারক মেহতা কা উল্টা চশমা
আদি নিবাসগুজরাত, ভারত
উচ্চতা1.73 m

ব্যক্তিগত জীবন সম্পাদনা

অমিত ভাট গুজরাতের সৌরাষ্ট্রে তার শৈশব অতিবাহিত করেছেন।[১][২] তিনি কমার্সে স্নাতক ডিগ্রি (বি.কম) সম্পন্ন করেছেন।[৩] তিনি বর্তমানে স্বপরিবারে মহারাষ্ট্রের মুম্বাইয়ে বসবাস করছেন। ভাট হলেন যমজ ছেলে সন্তানের বাবা।[৪]

কর্মজীবন সম্পাদনা

ভাট তারক মেহতা কা উল্টা চশমায় "চাম্পাকলাল জয়ন্তীলাল গাড়া" চরিত্রে অভিনয় করার পূর্বে, বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন; যার মধ্যে উল্লেখযোগ্য হলো: খিচড়ি, ইয়েস বস, চুপকে চুপকে, ফানি ফ্যামিলি.কম, গাপশাপ কফি শপ এবং এফ.আই.আর.[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Champak Lal Gada of 'Taarak Mehta Ka Ooltah Chashmah'"। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৬ 
  2. "Amit Bhatt Profile"। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৬ 
  3. "Revealed! You will be shocked to know the education qualifications of'Taarak Mehta…' star cast"http://daily.bhaskar.com। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৬  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  4. "Amit Champak Lal Bhatt one helluva comedian"। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৬ 
  5. "Challenges are indefinable: Amit Bhatt"। ২৭ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা