অমলেশ সেন

বাংলাদেশি ফুটবল খেলোয়াড়

অমলেশ সেন (২ মার্চ ১৯৪৩ – ৭ অক্টোবর ২০১৭) একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। অমলেশ তার ১৪ বছরের খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ঢাকা আবাহনী এবং বাংলাদেশের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগজয়ী প্রথম ম্যানেজার।

অমলেশ সেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অমলেশ সেন
জন্ম (১৯৪৩-০৩-০২)২ মার্চ ১৯৪৩
জন্ম স্থান বগুড়া, বাংলাদেশ
মৃত্যু ৭ অক্টোবর ২০১৭(2017-10-07) (বয়স ৭৪)
মৃত্যুর স্থান ঢাকা, বাংলাদেশ
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৭০ ঢাকা মোহামেডান
১৯৭২–১৯৮৪ ঢাকা আবাহনী
জাতীয় দল
১৯৭১ স্বাধীন বাংলা
১৯৭৫–১৯৭৮ বাংলাদেশ
পরিচালিত দল
মুক্তিযোদ্ধা সংসদ
১৯৯৯–২০১৭ ঢাকা আবাহনী
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

১৯৭০ সালে, বাংলাদেশী ক্লাব ঢাকা মোহামেডানের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন, যেখানে তিনি মাত্র এক মৌসুম অতিবাহিত করেছিলেন। অতঃপর ১৯৭২ সালে তিনি ঢাকা আবাহনীতে যোগদান করেছিলেন; ঢাকা আবাহনীর হয়ে ১২ মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন।[] ১৯৭১ সালে, অমলেশ স্বাধীন বাংলার দলের হয়ে খেলেছিলেন।[] অতঃপর বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৫ সালে তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর অমলেশ বাংলাদেশী ফুটবল ক্লাব মুক্তিযোদ্ধা সংসদের ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেছিলেন। সর্বশেষ ১৯৯৯ সালে, তিনি ঢাকা আবাহনীর ম্যানেজারের পদে নিযুক্ত হয়েছিলেন; ঢাকা আবাহনীর তিনি আমৃত্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

১৯৭৫ সালে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী অমলেশ এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছিলেন।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

অমলেশ সেন ১৯৪৩ সালের ২রা মার্চ তারিখে বাংলাদেশের বগুড়ায় জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ২০১৭ সালের ৭ই অক্টোবর তারিখে, বাংলাদেশের ঢাকায় তিনি মৃত্যুবরণ করেছেন।[][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Mahfuz Reza Chowdhury (৭ আগস্ট ২০১৭)। ফিরে দেখা মোহামেডান-আবাহনীর দ্বৈরথ -- ইউনিভার্সাল স্পোর্টসUniversal Sports। ২০১৮-০২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৪ 
  2. "Shadhin Bangla Football Team"greenwatchbd.com 
  3. "Former Bangladesh footballer and Abahani coach Amalesh Sen no more"ঢাকা ট্রিবিউন 
  4. "হঠাৎই চলে গেলেন অমলেশ সেন"প্রথম আলো। ৭ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১ 
  5. "চলে গেলেন অমলেশ সেন - শেষ পাতা"The Daily Ittefaq। ২০১৭-১০-০৮। ২০২১-১০-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা