অভয়পাড়া

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি স্থান

অভয়পাড়া বাংলাদেশের পূর্ব-মধ্যাঞ্চলের একটি গ্রাম। এটি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৩ নং বিতারা ইউনিয়নে অবস্থিত।[১] বিতারা ইউনিয়নের একটি অন্যতম গ্রাম অভয়পাড়া। এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র, কয়েকটি সামাজিক সংগঠন আছে। খিরাই নদী গ্রামের দক্ষিণে প্রবাহিত। বিখ্যাত ঘুঘ্রা বিলটি গ্রামের উত্তরে। পূর্বে শংকরপুর এবং পশ্চিমে বিতারা।

অভয়পাড়া
গ্রাম
অভয়পাড়া বাংলাদেশ-এ অবস্থিত
অভয়পাড়া
অভয়পাড়া
বাংলাদেশের মানচিত্র অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২৪′ উত্তর ৯০°৫২′ পূর্ব / ২৩.৪০০° উত্তর ৯০.৮৬৭° পূর্ব / 23.400; 90.867
বিভাগচট্টগ্রাম
জেলাচাঁদপুর
উপজেলাকচুয়া
ইউনিয়ন৩ নং বিতারা ইউনিয়ন
পোস্ট কোড৩৬৩৩

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

  • অভয়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

গ্রন্থাগার সম্পাদনা

  • অভয়পাড়া গ্রন্থাগার ও তথ্যকেন্দ্র

মসজিদ সম্পাদনা

অভয়পাড়া গ্রামে জামে মসজিদ রয়েছে ৬টি।

  1. অভয়পাড়া পুরাতন জামে মসজিদ
  2. অভয়পাড়া বাইতুন নূর জামে মসজিদ
  3. অভয়পাড়া পাঠান বাড়ি জামে মসজিদ
  4. অভয়পাড়া মাস্টার বাড়ি জামে মসজিদ
  5. অভয়পাড়া বাইতুল আমান জামে মসজিদ
  6. অভয়পাড়া নূরু হাজী বাড়ি জামে মসজিদ

হাট বাজার সম্পাদনা

  • অভয়পাড়া বাজার
  • অভয়পাড়া মোড় (রাজ্জাক মোড়)

জনপ্রতিনিধি সম্পাদনা

  • ইসহাক সিকদার (চেয়ারম্যান-৩নং বিতারা ইউনিয়ন)
  • মোহাম্মদ শাহজাহান (সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী-৩নং বিতারা ইউনিয়ন)

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

  • গৌরীপুর - সাচার থেকে সিএনজি ও রিক্সা যোগে বিতারা হয়ে অভয়পাড়া
  • কুটুম্বপুর - নবাবপুর থেকে সিএনজি ও রিক্সা যোগে বাইছারা হয়ে অভয়পাড়া
  • চাঁদপুর - কচুয়া থেকে সিএনজি ও রিক্সা যোগে বিতারা হয়ে অভয়পাড়া

তথ্যসূত্র সম্পাদনা

  1. "NGA GeoNames Database"ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি। ১৮ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-১৪