অবিভক্ত ফরিদপুর জেলা
বৃহত্তর ফরিদপুর বা ব্রিটিশ ফরিদপুর বা অবিভক্ত ফরিদপুর ছিল বেঙ্গল প্রেসিডেন্সিতে অবস্থিত ব্রিটিশ ভারতের একটি জেলা। ১৮১৫ সালে ব্রিটিশদের তত্ত্বাবধানে এই জেলা গঠিত হয়।[১] ১৯৪৭ সালে দেশ ভাগের পর ব্রিটিশদের আদলেই ফরিদপুর জেলা গঠন করা হয়। রাজবাড়ী, ফরিদপুর সদর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর এবং কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলা ও খোকসা উপজেলা নিয়ে গঠিত ছিল বৃহত্তর ফরিদপুর জেলা।

১৯৪৭ এর পর পাকিস্তান শাসনামলে বাংলাদেশেকে যে ২৩ টি জেলায় ভাগ করা হয় তার মধ্যে একটি ছিল ফরিদপুর। পরবর্তিতে ১৯৪৭ সালে দেশ ভাগের সময় বৃহত্তর ফরিদপুর জেলা থেকে কুমারখালি উপজেলা ও খোকসা উপজেলা নিয়ে কুষ্টিয়া জেলা গঠিত হয় এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পর ১৯৮৪ সালে জেলা পুনর্বিন্যাসের ফলে বৃহত্তর ফরিদপুর ভেঙে আরও ৫ টি জেলায় রুপান্তরিত করা হয়।
বর্তমানে বৃহত্তর ফরিদপুর জেলা ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর এবং কুমারখালি উপজেলা ও খোকসা উপজেলা নিয়ে কুষ্টিয়া জেলা রূপান্তরিত হয়েছে।
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ মাসুদ রেজা (২০১২)। "ফরিদপুর জেলা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২।