অপারেশন ক্লিন হার্ট

অপারেশন ক্লিন হার্ট অপরাধ বিরোধী একটি যৌথ অপারেশনের নাম। এটি বাংলাদেশ সেনাবাহিনীর, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার সদস্যদের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছিলো। [১] বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান ও তৎকালিন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এ কার্যক্রম চালানো হয় । [২]

অপারেশন সম্পাদনা

অপারেশনটি ১৬ অক্টোবর ২০০২ থেকে ৯ জানুয়ারি ২০০৩ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। [৩] অপারেশনে ৫০ হাজারেরও বেশি নিরাপত্তা বাহিনী অংশগ্রহণ করেছেন। [৪] অপারেশন চলাকালে যৌথ বাহিনী ১১ হাজার ২৪৫ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। [৫] শত শত আহত হয়েছে এবং 40 জনেরও বেশি হেফাজতে মারা গেছেন। ৯ জানুয়ারী ২০০৩ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ক্ষতিপূরণমূলক আইন পাস করে যা অপারেশনে অংশগ্রহণকারী নিরাপত্তা ব্যক্তিদের আইনি সুরক্ষা প্রদান করে। [১] ২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশ হাইকোর্ট এ্যাডমিনিটি অ্যাটর্নি অবৈধ ঘোষণা করে এটি বাতিল করে দেয়।


তথ্যসূত্র সম্পাদনা

  1. "Operation Clean Heart indemnity law illegal: HC"thedailystar.net। The Daily Star। ১৩ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ 
  2. "Bangladesh Court Declares Indemnity Act Illegal"benarnews.org (ইংরেজি ভাষায়)। BenarNews। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ 
  3. "HC scraps law giving indemnity for 'Operation Clean Heart'"bdnews24.com। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ 
  4. "Bangladesh winds down crime fight"news.bbc.co.uk। BBC NEWS। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬ 
  5. "Operation Clean Heart indemnity revoked"observerbd.com। ১৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৬