অপরাজিতা তুমি
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র
অপরাজিতা তুমি অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ২০১২ সালের একটি ভারতীয় বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পদ্মপ্রিয়া জনকীরামন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কমলিনী মুখার্জি, চন্দন রায় সান্যাল ও ইন্দ্রনীল সেনগুপ্ত। চলচ্চিত্রটি জনপ্রিয় বাঙালি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের দুই নারী হাতে তারবারি উপন্যাসের একটি রূপান্তর।
অপরাজিতা তুমি | |
---|---|
পরিচালক | অনিরুদ্ধ রায়চৌধুরী |
প্রযোজক | সুজিত সিরকার রনি লাহিড়ী[১] |
রচয়িতা | শ্যামল সেনগুপ্ত |
শ্রেষ্ঠাংশে | পদ্মপ্রিয়া জনকীরামন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কমলিনী মুখার্জি চন্দন রায় সান্যাল ইন্দ্রনীল সেনগুপ্ত তনুশ্রী শংকর |
সুরকার | শান্তনু মৈত্র |
চিত্রগ্রাহক | রঞ্জন পালিত |
সম্পাদক | অর্ঘ্যকমল মিত্র |
পরিবেশক | রাইজিং সান ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা[২] |
অভিনয়ে
সম্পাদনা- পদ্মপ্রিয়া জনকীরামন – কুহু
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় – প্রদীপ
- কমলিনী মুখার্জি – ঊষাশী
- চন্দন রায় সান্যাল – রণজয়
- ইন্দ্রনীল সেনগুপ্ত – ইউসুফ
- তনুশ্রী শংকর – কুহু’র মা
- কল্যাণ রায় – কুহু’র মামা
- সৌমিত্র চট্টোপাধ্যায় – স্বভূমিকা, অতিথি চরিত্র
- এমিলিন দাশ – চন্দ্রা, প্রদীপের মেয়ে
- রিক দেব মুখার্জি – রবি
সাউন্ডট্র্যাক
সম্পাদনাসকল গানের সুরকার শান্তনু মৈত্র।
গান | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "রূপকথারা (নারী)" | অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য | শ্রেয়া ঘোষাল | |
২. | "রূপকথারা (পুরুষ)" | অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য | রূপঙ্কর বাগচী | |
৩. | "বলা বারণ" | অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য | অনিন্দ্য চট্টোপাধ্যায়, শান্তনু মৈত্র | |
৪. | "বৃষ্টি বিদায়" | অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য | শ্রেয়া ঘোষাল, হামসিকা আইয়ার | |
৫. | "টেক মি হোম" | বনি চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল | ||
৬. | "ছায়া ভীতু ছায়া" | হামসিকা আইয়ার | ||
৭. | "শ্যাডো টেলস" | অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, নেহা রুংটা | সুরজ জগন, মোনালি ঠাকুর |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Aparajita Tumi -Prosenjit Starrer Film"। ১৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০৯।
- ↑ Sen, Jhinuk (২২ মার্চ ২০১২)। "Bengali Review: 'Aparajita Tumi' is all too familiar"। IBNlive। ১২ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১২।