অনুরাধা (চলচ্চিত্র)
অনুরাধা ২০১৫ সালের ২৭ মার্চে[১] মুক্তি লাভ করা একটি অসমীয়া চলচ্চিত্র।[২] নারীকেন্দ্রিক কাহিনীর এই ছবিটির পরিচালক রাকেশ শর্মা। ছবিটির সহকারী পরিচালকর দায়িত্বে ছিলেন অণুপম বৈশ্য ও অনিন্দিতা কলিতা। এম এল এণ্টারটেইনমেণ্ট ও সিনে ড্রীম আনলিমিটেডএর বেনারে ছবিটির প্রযোজনা করেন প্রযোজক লুইত কুমার বর্মন।[৩] মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মেঘরঞ্জনী[৪]। দিগন্ত শইকীয়া চলচ্চিত্রটিতে কার্যবাহী প্রযোজকের দায়িত্ব নেন।[৫] সঙ্গীত পরিচালনা গান প্রিয়মের। প্রিয়ম প্রথমবারের জন্য চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। চিত্রগ্রহণ সূরুয ডেকার।
অনুরাধা | |
---|---|
পরিচালক | রাকেশ শর্মা |
প্রযোজক | লুইত কুমার বর্মন (এম এল এণ্টারটেইনমেণ্ট, সিনে ড্রীম আনলিমিটেড) |
চিত্রনাট্যকার | রাকেশ শর্মা |
কাহিনিকার | রাকেশ শর্মা |
শ্রেষ্ঠাংশে | মেঘরঞ্জনী মেধি দিগন্ত হাজারিকা জয় কাশ্যপ প্রণামি বরা সূরুয কলিতা তানিয়া নন্দী নয়ন শইকীয়া |
সুরকার | গান প্রিয়ম |
চিত্রগ্রাহক | সূরুয ডেকা |
সম্পাদক | রাতুল ডেকা |
দেশ | ভারত |
ভাষা | অসমীয়া |
কাহিনী
সম্পাদনাব্যতিক্রমধর্মী পূর্ণদৈর্ঘ্য অসমীয়া ছবি অণুরাধা একটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক ছবি। কার্যবাহী প্রযোজক দিগন্ত শইকীয়ার মতে ছবিটিতে একটি নারীর অনুভূতি, আদর্শ, দৃষ্টিভঙ্গী, প্রেম, দর্শন আদি সাবলীলভাবে উপস্থাপন করার প্রচেষ্টা করা হয়।[৬]
নির্মাণ
সম্পাদনাফাইভ ডি কেমেরাতে ছবিটির চিত্রগ্রহণ করা হয়। চিত্রগ্রহণের জন্য জিম্মি জিব প্রযুক্তি ব্যবহার করা হয়।[৬]
অভিনয়
সম্পাদনাচলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেন মেঘরঞ্জনী। এইটি তাঁর প্রথমটি পূর্ণদৈর্ঘ্য কথাছবি। নায়কের চরিত্রে অভিনয় করেন দিগন্ত হাজারিকা। অন্য অন্য চরিত্রে অভিনয়শিল্পীসকল হ'ল:
- জয় কাশ্যপ
- প্রণামি বরা
- সূরুয কলিতা
- তানিয়া নন্দী
- নয়ন শইকীয়া
- প্রশান্ত গোস্বামী
- মালবিকা ঠাকুরীয়া[২]
কলা-কুশলী
সম্পাদনাছবিটির কার্য্যবাহী প্রযোজক দিগন্ত শইকীয়া। ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা রাকেশ শর্মার৷ চলচ্চিত্রটি সম্পাদনা করেন রাতুল দাস।[৫] চিত্রগ্রহণ করেন সূরুয ডেকা। মুখ্য সহকারী পরিচালক অণুপম বৈশ্য।[৩]
সঙ্গীত
সম্পাদনাঅণুরাধা | |
---|---|
গান প্রিয়ম কর্তৃক চলচ্চিত্র স্কোর | |
দৈর্ঘ্য | ২৮.৪২ মিনিট |
সঙ্গীত প্রকাশনী | এম এল এণ্টারটেইনমেণ্ট |
অণুরাধার সঙ্গীত পরিচালনা ও গানের কথা প্রিয়মের। গান সমূহে কণ্ঠদান করেন জুবিন গার্গ, অংগরাগ মহন্ত, রূপম ভূঞা, প্রার্থনা গগিয়ে, অনিতা বি ডেকা ও সৌরভ মহন্ত।[৭]
গানের তালিকা | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | গায়ক/গায়িকা | দৈর্ঘ্য |
১. | "এচেরেঙা পোহর" | গান প্রিয়ম | গান প্রিয়ম | জুবিন গার্গ | ২:৪২ |
২. | "বৈ যোয়া" | গান প্রিয়ম | গান প্রিয়ম | অংগরাগ মহন্ত | ৫:৩৬ |
৩. | "শ্বিলঙরে কুঁয়লী" | গান প্রিয়ম | গান প্রিয়ম | রূপম ভূঞা | ৩:২৭ |
৪. | "থীম ছং" | গান প্রিয়ম | গান প্রিয়ম | সৌরভ মহন্ত | ৫:৪৭ |
৫. | "গুণ গুণ" | গান প্রিয়ম | গান প্রিয়ম | অনিতা বি ডেকা | ২:০৮ |
৬. | "টিপা টিপে" | গান প্রিয়ম | গান প্রিয়ম | প্রার্থনা গগিয়ে | ৩:০০ |
৭. | "বৈ যোয়া - ভার্ছন ২" | গান প্রিয়ম | গান প্রিয়ম | সৌরভ মহন্ত | ৫:৩৮ |
মোট দৈর্ঘ্য: | ২৮:৪২ |
মুক্তি
সম্পাদনাশ্রব্য গানের অডিয়ো
সম্পাদনা২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারিতে গুয়াহাটীর নেহরু পার্কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রটির সঙ্গীত প্রকাশ করা হয়।[৫] এই অনুষ্ঠানে অসমএর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত, গায়ক জে পি দাস ও অভিনেতা জয়ন্ত কুমার দাস উপস্থিত ছিলেন।[৬]
চলচ্চিত্র
সম্পাদনা২০১৫ সালের ২৭ মার্চ তারিখে সমগ্র অসমে চলচ্চিত্রটি মুক্তি লাভ করে।[১]
তথ্য সংগ্রহ
সম্পাদনা- ↑ ক খ Pranjal Borah (১৭ মার্চ ২০১৫)। "Anuradha to Release on 27th March 2015"। Kothasobi। ৩০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৫।
- ↑ ক খ "অণুরাধার কথা"। বিস্ময়: ১২৩। ২০১৪। অজানা প্যারামিটার
|month=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ ক খ অসমীয়া খবর, ১০ নয়েম্বর, ২০১৩
- ↑ গানিকা তালুকদার. মেঘরঞ্জনী ও দিগন্ত হাজারিকার রোমাণ্টিক যুটিরে অণুরাধা, বহুমুখ, পরিপূরিকা, আমার অসম, ১৩ নয়েম্বর, ২০১৩, পৃ: চিত্রবাণী (৪)
- ↑ ক খ গ "কাঁ চলচ্চিত্র উৎসবনিয়ে রাকেশ শর্মার অণুরাধা"। নিয়মীয়া বার্তা। ১২ মার্চ ২০১৪।
- ↑ ক খ গ "অণুরাধার চিডি মুকলি"। দৈনিক অসম। ২৮ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ জ্যোতি প্রকাশ নাথ. সম্পাদনা মেজত অসমীয়া কথাছবি অণুরাধা, শংকরজ্যোতি, ২০ ডিসেম্বর, ২০১৩, পৃ: কলা সংস্কৃতি (১০)