অনুপ উপাধ্যায়
ভারতীয় অভিনেতা
অনুপ উপাধ্যায় হচ্ছেন একজন ভারতীয় অভিনেতা। তিনি ভাবী জি ঘর পর হ্যায়!, এফ.আই.আর. এবং লাপতাগঞ্জের মতো ভারতীয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।[১][২] তিনি বর্তমানে জীজাজী ছাদ পর হ্যায়-এ অভিনয় করছেন।
অনুপ উপাধ্যায় | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ![]() |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সুনীতি উপাধ্যায় |
অভিনয়ের তালিকা
সম্পাদনাটেলিভিশন
সম্পাদনাসাল | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
২০০৬–০৮ | এফ.আই.আর. | বিভিন্ন চরিত্র | সাব টিভি |
২০০৯–১৪ | লাপতাগঞ্জ | ছোটু মামা | |
২০১৩ | হাম আপকে হ্যায় ইন লস | ফুফাজি | |
২০১৪–১৬ | নীলি ছত্রী ওয়ালে | গবর্ধন দুবে | জি টিভি |
২০১৫–বর্তমান | ভাবী জি ঘর পর হ্যায় | ডেভিড মিশ্রা | অ্যান্ডটিভি |
২০১৬–১৭ | মে আই কাম ইন ম্যাডাম? | মিস্টার হিতেশী / পিয়ন | লাইফ ওকে |
২০১৮–বর্তমান | জীজাজী ছাদ পর হ্যায় | মুরারী বনসাল | সাব টিভি |
চলচ্চিত্র
সম্পাদনাসাল | চলচ্চিত্র | চরিত্র | ভাষা |
---|---|---|---|
২০০৩ | ম্যায় মাধুরী দীক্ষিত বান্না চাহতি হুঁ | সিকিউরিটি গার্ড | হিন্দি |
২০০৮ | চামকু | সাংবাদিক | |
ভূতনাথ | শিক্ষক |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Stars at a television awards red carpet"। mid-day.com। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৬।
- ↑ "Anup Upadhyay dons a new avatar - Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে অনুপ উপাধ্যায় (ইংরেজি)