অনুক্রমণী

বৈদিক স্তোত্রের লিপিবদ্ধকরণ সূচক

অনুক্রমণী (সংস্কৃত: अनुक्रमणीআইএএসটি: Anukramaṇī) বা অনুক্রমণীক বৈদিক স্তোত্রগুলির[] লিপিবদ্ধ কাব্যিক ছন্দ, বিষয়বস্তু, এবং পদকর্তার ঐতিহ্যের পদ্ধতিগত সূচক।[]

ঋগ্বেদে অনুক্রমণী

সম্পাদনা

ঋগ্বেদের ছয়টি অনুক্রমণী শৌনককে চিহ্নিত করা হয়েছে: অনুবকনুক্রমণী, অর্শ্যনুক্রমণী, চন্দোনুক্রমণী, দেবতানুক্রমণী, পদনুক্রমণী ও সুক্তনুক্রমণী। অনুবকনুক্রমণী ব্যতীত, অন্যান্য অনুক্রমণীগুলো টিকে আছে শুধুমাত্র ষড়গুরুশিষ্যের লেখায় পাওয়া উদ্ধৃতিতে।

ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুক্রমণী কাত্যায়নের সর্বনুক্রমণী (আনুমানিক ২য় শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ), প্রথম শব্দ, শ্লোকের সংখ্যা, নাম ও পদকর্তাদের পরিবার (ঋষি), দেবতাদের নাম ও ছন্দের প্রতিটির জন্য ১,০২৮টি স্তোত্র লিপিবদ্ধ করে ঋগ্বেদ। ষড়গুরুশিষ্য (দ্বাদশ শতাব্দী) রচিত বেদর্থদীপিকা এই রচনার উল্লেখযোগ্য ভাষ্য[তথ্যসূত্র প্রয়োজন]

ম্যানফ্রেড মায়ারহোফার (২০০৩) ৫৪৩টি অনুচ্ছেদ গণনা করে ঋগ্বেদ অনুক্রমণীতে থাকা ব্যক্তিগত নাম নিয়ে আলোচনা করেছেন। এই নামের ঐতিহ্যের বয়স ও সত্যতা সম্পর্কে পাণ্ডিত্যপূর্ণ মতামত সর্বসম্মত নয়। মায়ারহোফার পরামর্শ দেন যে হারম্যান ওল্ডেনবার্গ (১৮৮৮) মূলত সঠিকভাবে অনুমান করেছিলেন:

"লেখকদের তালিকার সম্পাদকরা [...] এই মণ্ডলগুলির সাথে যুক্ত গোষ্ঠীগুলির সঠিক ধারণা [অধিকৃত] [ঋগ্বৈদিক "গোষ্ঠীগত বই" ২-৭], সম্ভবত ঐতিহ্যের মধ্যে নিহিত। এর বাইরে, এগুলো স্তোত্র লেখকদের উপর কোন প্রকৃত ঐতিহ্যের সামান্যতম চিহ্ন হিসাবে বিশ্বাসঘাতকতা করে না।" (পৃষ্ঠা ২২৯)

২০১৪ সালের ঋগ্বেদের ইংরেজি অনুবাদে স্টেফানি ডব্লিউ জ্যামিসন এবং জোয়েল পি ব্রেরেটন আরেকটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন:

যদিও অনুক্রমণীগুলি ঋগ্বৈদিক যুগের অনেক পরে রচিত ও সংশোধিত হয়েছিল, তবুও এগুলো অমূল্য সম্পদ, কারণ, সর্বোপরি, স্তোত্রের পদকর্তাদের এগুলোর পরিচয় প্রশংসনীয়।[]

অন্যান্য বেদে অনুক্রমণী

সম্পাদনা

অর্শ্য ব্রাহ্মণ হল সামবেদের প্রাচীনতম অনুক্রমণী,[] এটির কৌথুম শাখার অন্তর্গত। জৈমিনীয় অর্শ্য ব্রাহ্মণ হল তার জৈমিনীয় শাখার অন্তর্গত সামবেদের পরবর্তী অনুক্রমণী।

তৈত্তিরীয়সংহিতার অত্রেয়ী শাখা, চরয়ণীয় শাখা (মন্ত্রশাধ্যায় নামে পরিচিত) এবং কাত্যায়নে বর্ণিত বজনেয়িসংহিতার মধ্যনন্দিন শাখার অন্তর্গত যজুর্বেদের তিনটি অনুক্রমণী রয়েছে।[]

বৃহৎসর্বনুক্রমণী[] এবং অথর্ববেদীয়পঞ্চপতলিক হল অথর্ববেদের অনুক্রমণী। বৃহৎসর্বনুক্রমণী হল ১০টি পাতালে অথর্ববেদসংহিতার সম্পূর্ণ সূচী।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Max Müller, F. (1860) A History of Ancient Sanskrit Literature So Far As It Illustrates the Primitive Religion of the Brahmans, London:Williams and Norgate, pp.215-29
  2. Anukramani, Anu-kramani, Anukramaṇī: 2 definitions, www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)''
  3. Jamison, Stephanie W.; Brereton, Joel P. (২০১৪)। The Rigveda. The Earliest Religious Poetry of IndiaI। Oxford: Oxford University Press। পৃষ্ঠা 11। আইএসবিএন 9780199370184 
  • Manfred Mayrhofer, Die Personennamen in der Ṛgveda-Saṁhitā. Sicheres und Zweifelhaftes, Munich (2003).
  • Hermann Oldenberg, Ueber die Liedverfasser des Rigveda. ZDMG 42 (1888) 199-247.