অনীক ধর

ভারতীয় গায়ক

অনীক ধর (জন্ম: ২৬ এপ্রিল ১৯৯০) একজন ভারতীয় গায়ক।[১] তিনি ২০০৭ সালে ১৭ বছর বয়সে জি টিভির সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০০৭ এবং জি বাংলার সা রে গা মা পা জেতার মাধ্যমে তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন।[২] তিনি বিগ বস বাংলা মৌসুম ১-এরও বিজয়ী হয়েছিলেন।

অনীক ধর
২০১৮ সালে কানাডার টরন্টোতে গান গাইছেন অনীক
২০১৮ সালে কানাডার টরন্টোতে গান গাইছেন অনীক
প্রাথমিক তথ্য
জন্মনামঅনীক ধর
জন্ম (1990-04-26) ২৬ এপ্রিল ১৯৯০ (বয়স ৩৪)
উদ্ভবকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধরন
পেশাগায়ক, সুরকার
বাদ্যযন্ত্র
কার্যকাল২০০৭-বর্তমান
ওয়েবসাইটaneekdhar.in

শিক্ষা

সম্পাদনা

অনীক ধর নব নালন্দা হাই স্কুলে পড়াশোনা করেছেন, যেখানে তিনি ২০০৯ সালে নালন্দা রত্ন পুরস্কার জিতেছিলেন।[৩]

কর্মজীবন

সম্পাদনা

অনীক ধরের প্রথম একক সঙ্গীত অ্যালবাম "খোয়াইশেঁ" ২০০৮ সালে প্রকাশিত হয়েছিল৷[৪] অ্যালবামটি সেরা সঙ্গীত অ্যালবাম বিভাগে কলাকার পুরস্কার অর্জন করেছিল৷

২০০৮ সালে অনীক জি টিভির অনুষ্ঠান এক সে বড়কর এক-এ অংশগ্রহণ করেছিলেন এবং জি বাংলার সা রে গা মা পা উপস্থাপনা করেছিলেন। ২০১১ সালে তিনি জি বাংলার সা রে গা মা পা লি'ল চ্যাম্পস ২০১১ উপস্থাপনা করেছিলেন। ২০১২ সালে স্টার প্লাসের জো জিতা ওহি সুপারস্টার-২ এবং মিউজিক কা মহা মুকাবলা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তিনি হিন্দি টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের বাংলা সংস্করণ বিগ বস বাংলার প্রথম মৌসুমের বিজয়ী হয়েছিলেন। তিনি কালার্স বাংলার পাড়ার সেরা বউঠান অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। এছাড়াও ২০২২ সালে তিনি তার স্ত্রীর সাথে স্টার জলসার ইস্মার্ট জোড়ি অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।[৫]

প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করা আপাতবাস্তব অনুষ্ঠান

সম্পাদনা
বছর অনুষ্ঠান ভাষা চ্যানেল ফলাফল
২০০৭ জি বাংলা সা রে গা মা পা ২০০৭ বাংলা জি বাংলা বিজয়ী
২০০৭ জি টিভি সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০০৭ হিন্দি জি টিভি বিজয়ী
২০০৮ এক সে বড়কর এক হিন্দি জি টিভি চূড়ান্ত প্রতিযোগী (ফাইনালিস্ট)
২০০৯ মিউজিক কা মহা মুকাবলা হিন্দি স্টার প্লাস চূড়ান্ত প্রতিযোগী (ফাইনালিস্ট)
২০১২ জো জিতা ওহি সুপারস্টার হিন্দি স্টার প্লাস চূড়ান্ত প্রতিযোগী (ফাইনালিস্ট)
২০১৩ বিগ বস বাংলা মৌসুম ১ বাংলা ইটিভি বাংলা (বর্তমানে কালার্স বাংলা) বিজয়ী
২০২২ ইস্মার্ট জোড়ি মৌসুম ১ বাংলা স্টার জলসা চূড়ান্ত প্রতিযোগী (ফাইনালিস্ট), তার স্ত্রীর সাথে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দ্বিতীয়বার বাবা হলেন সারেগামাপা খ্যাত অনীক ধর! একরত্তির প্রথম ছবি প্রকাশ্যে"Hindustantimes Bangla। ২০২৩-০৯-১১। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৮ 
  2. "Dadagiri: 'তুমি ক্রেডিট পাওয়ার যোগ্য...', মেয়েদের জন্য অনেক করেছেন সৌরভ? অনীক স্যালুট জানালেন দাদাকে"Indian Express Bangla। ২০২৪-০৩-২৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৮ 
  3. "Prospectus"। Nava Nalanda High School। ৬ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৯ 
  4. "Saregamapa Winner Aneek Dhar got his First Music Album Released"। bollywood-stars.net। ১১ সেপ্টেম্বর ২০০৮। ২০১০-০৬-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. ananda, abp (২০২২-০৬-০৪)। "জিতের শো-এ জামাইষষ্ঠী স্পেশাল, স্ত্রীর জন্য কী করলেন অনীক?"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা