'জিগ্স-মেদ-ফুন-ত্শোগস-'ব্যুং-গ্নাস

'জিগ্স-মেদ-ফুন-ত্শোগস-'ব্যুং-গ্নাস (ওয়াইলি: 'jigs med phun tshogs 'byung gnas) (১৮২৪-১৮৬৩) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় র্দো-গ্রুব-ছেন রিন-পো-ছে (ওয়াইলি: rdo grub chen rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

'জিগ্স-মেদ-ফুন-ত্শোগস-'ব্যুং-গ্নাস

প্রথম জীবন সম্পাদনা

'জিগ্স-মেদ-ফুন-ত্শোগস-'ব্যুং-গ্নাস ১৮২৪ খ্রিষ্টাব্দে তিব্বতের দো উপত্যকায় বো-ছুং পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। ম্দো-ম্খ্যেন-ব্র্ত্সে-য়ে-শেস-র্দো-র্জে (ওয়াইলি: mdo mkhyen brtse ye shes rdo rje) নামক বৌদ্ধ লামা তাকে 'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জের (ওয়াইলি: 'jigs med 'phrin las 'od zer) নামক প্রথম র্দো-গ্রুব-ছেন রিন-পো-ছে (ওয়াইলি: rdo grub chen rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা্র পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন এবং তাকে গ্সের-র্তা (ওয়াইলি: 'gro don lhun grub) অঞ্চলে পে-মা-ব্কোদ-ক্যি-স্গ্রুব-স্দে (ওয়াইলি: pe ma bkod kyi sgrub sde) নামক বিহারে অধিষ্ঠিত করেন। ম্দো-ম্খ্যেন-ব্র্ত্সে-য়ে-শেস-র্দো-র্জে ছাড়াও 'জিগ্স-মেদ-র্গ্যাল-বা'ই-ম্যু-গু (ওয়াইলি: 'jigs med rgyal ba'i myu gu) নামক বৌদ্ধ সাধক তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন।[১]

পরবর্তী জীবন সম্পাদনা

ঊনবিংশ শতাব্দীর ষাটের দশকে ন্যারোংয়ের যুদ্ধের সময় পে-মা-ব্কোদ-ক্যি-স্গ্রুব-স্দে বিহারটি ধ্বংসপ্রাপ্ত হলে 'জিগ্স-মেদ-ফুন-ত্শোগস-'ব্যুং-গ্নাস ১৮৬২ খ্রিষ্টাব্দে দো উপত্যকার সমতলভূমিতে নতুন করে একটি ধর্মীয় গোষ্ঠী গড়ে তোলেন। সেখানে তিনি একজন মহিলাকে বিবাহ করেন। ১৮৬৩ খ্রিষ্টাব্দে তিনি বসন্তরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gardner, Alexander (ডিসেম্বর ২০০৯)। "The Second Dodrubchen, Jigme Puntsok Jungne"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-২৬ 

আরো পড়ুন সম্পাদনা

  • Tulku Thondup. Masters of Meditation and Miracles: The Longchen Nyingthig Lineage of Tibetan Buddhism. Boston: Shambhala, 1996.
  • Nyoshul Khenpo. A Marvelous Garland of Rare Gems. Richard Barron, trans. Junction City, California: Padma Publication, 2005.
পূর্বসূরী
'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জের
'জিগ্স-মেদ-ফুন-ত্শোগস-'ব্যুং-গ্নাস
দ্বিতীয় র্দো-গ্রুব-ছেন রিন-পো-ছে
উত্তরসূরী
'জিগ্স-মেদ-ব্স্তান-পা'ই-ন্যি-মা