ম্দো-ম্খ্যেন-ব্র্ত্সে-য়ে-শেস-র্দো-র্জে
ম্দো-ম্খ্যেন-ব্র্ত্সে-য়ে-শেস-র্দো-র্জে (ওয়াইলি: mdo mkhyen brtse ye shes rdo rje) (১৮০০-১৮৬৬) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের একজন বিখ্যাত বৌদ্ধ লামা ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাম্দো-ম্খ্যেন-ব্র্ত্সে-য়ে-শেস-র্দো-র্জে ১৮০০ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে একটি যাযাবর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ছোস-স্কোর-ব্সোদ-নাম্স-'ফাল (ওয়াইলি: chos skor bsod nams 'phal) এবং তার মাতার নাম ছিল ত্শে-দ্বাং-স্মান (ওয়াইলি: tshe dbang sman)। পে-মা-গ্সাং-স্ঙ্গাগ্স-ব্স্তান-'দ্জিন (ওয়াইলি: pe ma gsang sngags bstan 'dzin) নামক দ্বিতীয় র্দ্জোগ্স-ছেন-দ্পোন-স্লোব (ওয়াইলি: rdzogs chen dpon slob) এবং 'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জের (ওয়াইলি: 'jigs med 'phrin las 'od zer) নামক প্রথম র্দো-গ্রুব-ছেন রিন-পো-ছে (ওয়াইলি: rdo grub chen rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা তাকে 'জিগ্স-মেদ-গ্লিং-পা (ওয়াইলি: 'jigs med gling pa) নামক বিখ্যাত বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করেন। এরপর তাকে ত্শে-রিং-ল্জোংস (ওয়াইলি: tshe ring ljongs) বিহারে অধিষ্ঠিত করা হয়। ব্স্তান-'দ্জিন-পে-মা'ই-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: bstan 'dzin pe ma'i rgyal mtshan) নামক বৌদ্ধ লামা তাকে শ্রমণের শপথ প্রদান করেন। ছোস-দ্পাল-ব্জাং-পো (ওয়াইলি: chos dpal bzang po), 'জিগ্স-মেদ-রিগ-'দ্জিন-ম্গোন-পো (ওয়াইলি: 'jigs med rig 'dzin mgon po) নামক দ্বিতীয় দ্রি-মেদ-ঝিং-স্ক্যোং (ওয়াইলি: dri med zhing skyong), 'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জের (ওয়াইলি: 'jigs med 'phrin las 'od zer) প্রভৃতি বিখ্যাত লামারা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ম্দো-ম্খ্যেন-ব্র্ত্সে-য়ে-শেস-র্দো-র্জে খাম্স অঞ্চলের কয়েকটি রাজ্যে ধর্মীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Gardner, Alexander (ডিসেম্বর ২০০৯)। "Do Khyentse Yeshe Dorje"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-২৭।
আরো পড়ুন
সম্পাদনা- Nyoshul Khenpo. 2005. A Marvelous Garland of Rare Gems. Richard Barron, trans. Junction City, California: Padma Publication.
- Tulku Thondup. 1996. Masters of Meditation and Miracles: The Longchen Nyingthig Lineage of Tibetan Buddhism. Boston: Shambhala.
- Kornman, Robin. 1997. “A Tribal History” in Religions of Tibet in Practice. Donald S. Lopez, ed. Princeton University Press.