বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

নতুন আইডি? সম্পাদনা

সুধী, উইকিপিডিয়ায় স্বাগত। আপনার ব্যবহারকারী পাতা থেকে দেখতে পাচ্ছি, আপনি ২০১৫ সালে যোগ দিয়েছেন এবং এটি আপনার নতুন আইডি। আপনি খুব সম্ভব সক-পাপেটিং সম্পর্কে জানেন না। এই নীতিমালা অনুসারে একের অধিক অ্যাকাউন্ট রাখা অবৈধ। আমরা জানি, নতুনেরা অনেকেই এই বিষয়টি জানেন না, এবং ভুল করে কিংবা পূর্বের অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে থাকেন। এছাড়া অন্যান্য যেসকল কারণে অ্যাকাউন্ট খোলা হয়, তার অধিকাংশ হলো:

  1. পূর্বের অ্যাকাউন্টের কৃত কোনো আলোচনায় সমর্থন যোগাড় করতে;
  2. বাধাপ্রাপ্ত অ্যাকাউন্টের বাধা এড়াতে।

আশা করি, আপনি এই দুইটি কারণে নতুন অ্যাকাউন্ট খোলেননি। আপনি আপনার পূর্ববর্তী অ্যাকাউন্টকে এই কোড ব্যবহার করে বর্তমান অ্যাকাউন্টে সংযুক্ত করে দিন:

#পুনর্নির্দেশ [[ব্যবহারকারী:Sowaib Khan Shuvo]]

এর বাইরে অন্য অ্যাকাউন্ট ব্যবহার করবেন না এবং একটিমাত্র অ্যাকাউন্টে স্থির থাকুন। শুভকামনা — Meghmollar2017আলাপ০৫:১৪, ১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নতুন আইডি সম্পাদনা

না, আমি আপনাদের একাউণ্টনীতি সম্পর্কে জানি না। আমি পুরাতন আইডির প্রবেশাধিকার হারিয়ে ফেলেছি যা Shuvokhan123 নামে ছিল। Forgot Password দিলেও আমাকে নতুন পাসওয়ার্ড পাঠানো হচ্ছে না। এমনকি আপনার প্রেরিত সংযুক্তি যোগ করতে পারছি না যা ক্ষতিকর বা ধ্বংসসাধন হিসেবে দেখানো হচ্ছে। এমতাবস্থায় কী করতে পারি? ধন্যবাদ জানিয়ে শেষ করছি। Sowaib Khan Shuvo (আলাপ) ০৯:২৭, ১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অপব্যবহার ফিল্টারের বাধার কারণে আপনি কাজটি করতে সফল হন নি। আমি ঠিক করে দিয়েছি। এখন থেকে শুধুমাত্র এই একটি অ্যাকাউন্টই ব্যবহার করবেন। ধন্যবাদ। —ইয়াহিয়া (আলাপঅবদান) ১১:৫৯, ১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ নিরন্তর । তবে ইউজার নেমের পরিবর্তে ফোন বা ইমেইল দিয়ে লগ ইন করতে পারলে সহজসাধ্য হতো। Sowaib Khan Shuvo (আলাপ) ১৪:১৫, ১ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় Sowaib Khan Shuvo,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ সম্পাদনা

প্রিয় Sowaib Khan Shuvo,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)