বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

ব্যবহারকারী:Md Toriqul Islam Law-এর দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ব্যবহারকারী:Md Toriqul Islam Law পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ বিচারধারার ব্য৫ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটিতে থাকা লেখাগুলি, তথ্য, আলোচনা এবং/অথবা ক্রিয়াকলাপ উইকিপিডিয়া লক্ষ্যগুলির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত নয়। অনুগ্রহ করে মনে রাখবেন যে উইকিপিডিয়া কোনও ওয়েব হোস্টিং পরিষেবা নয়দ্রুত অপসারণ মানদণ্ডের অধীনে এ জাতীয় পাতাগুলি যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। Leonidlednev (আলাপ) ১০:৩৪, ২৬ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি বিড়ালছানা! সম্পাদনা

 

আপনার জন্য একটি বিড়ালছানা!

~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৮:২৩, ২১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য ও একটি বিড়াল ছানা! Md Toriqul Islam Law (আলাপ) ১৬:৪০, ২২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

একটি পরামর্শ! সম্পাদনা

@Md Toriqul Islam Law জাতীয় সংসদে প্রণীত আইনের তালিকা এই তালিকায় দেখুন ১৯৯২ সালের একটি আইন আছে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এই নিবন্ধ তৈরি করার চেষ্টা করতে পারেন। এইখানে এখানে ক্লিক করে নিবন্ধটা তৈরি করার চেষ্টা করতে পারেন। তারআগে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এই নিবন্ধটা পড়ে নিতে পারেন। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৭:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ভালো কাজের জন্য প্রশংসা! সম্পাদনা

সুপ্রিয় Md Toriqul Islam Law, আমি আপনার মেন্টর। আপনার অবদানের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি লক্ষ্য করেছি যে আপনি উইকিপিডিয়ায় অবদান রেখে যাচ্ছেন। আমি আশা করি আপনি যুক্ত থাকবেন এবং অবদান রাখা চালিয়ে যাবেন! যেকোনো প্রশ্নের জন্য নির্দ্বিধায় আমার আলাপ পাতায় একটি বার্তা পাঠান। শুভেচ্ছা! Yahya (আলাপ) ১২:১৮, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ. Md Toriqul Islam Law (আলাপ) ১২:৫৪, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Yahya ভাই, ছেলেটা আমাদের ভবনেই থাকে আমাদের উপরের তলায়! কোন পরামর্শ প্রয়োজন হলে সেভাবে গাইড করবেন। তরিকুল তুমি তো আইন বিষয়ক একটা নিবন্ধ অনুবাদ করলা সেটা তো প্রকাশ করলানা, ব্যপার কি? অনুবাদে কোন সমস্যা হয়েছে? ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১১:২৫, ৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
vai oita ame bastotar jonno published korta pare nai. ar kichu kaj o bake aca oitar. Md Toriqul Islam Law (আলাপ) ১৮:৪৫, ৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া আন্দোলন সনদ সংক্রান্ত আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ (১) সম্পাদনা

প্রিয় Md Toriqul Islam Law, আশা করি ভালো আছেন। আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে, আন্দোলন সনদ খসড়া প্রণয়ন কমিটি (MCDC) বর্তমানে আন্দোলন সনদের খসড়া অধ্যায় সম্পর্কে বিভিন্ন উইকিমিডিয়া সম্প্রদায়ের মতামত সংগ্রহ করছে। তারই অংশ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা উইকিমিডিয়ানদের সম্প্রদায়ও এই প্রক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে জড়িত হয়ে সুচিন্তিত প্রতিক্রিয়া প্রদান করতে পারে। এই লক্ষ্যে আগামী ২১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় (ভারতীয় সময় ৭:৩০) একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উইকিমিডিয়া আন্দোলন সনদ তথা মুভমেন্ট চার্টারের সাথে নিজেকে পরিচিত করতে এবং প্রতিক্রিয়া, মন্তব্য ও অভিমত প্রদানের মাধ্যমে সনদ কমিটিকে সহযোগিতার জন্য আমরা আপনাকে আলোচনায় যুক্ত হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদেরকে কথোপকথনটি প্রস্তুতে সহযোগিতা করুন।

বি.দ্র.

  • আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য ইন্টারনেট ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
  • কথোপকথনের পুর্বপ্রস্তুতি হিসেবে আপনি চাইলে খসড়া সনদটি এখান থেকে পড়ে নিতে পারেন।
  • আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সম্পর্ক জানতে মেটা-পাতা দেখুন

শুভেচ্ছান্তে,
উইকিমিডিয়া আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সমন্বয়ক দল
১৬:৪১, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় Md Toriqul Islam Law,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন