Md.Farhan Mahmud আপনাকে নতুন বার্তা পাঠিয়েছেন সম্পাদনা

  আপনাকে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে: উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/জঙ্গলবাসী। ≈ ফারহান  «আলাপ» ০৮:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Md.Farhan Mahmud:, ফারহান ভাই, ধন্যবাদ আপনাকে, ঐ পাতাটি ইয়াহিয়া ভাই (প্রশাসক) সুরক্ষিত করে রেখেছেন যা শুধু স্বয়ংনিশ্চিতকৃত ব্যবহারকারীরা সম্পাদনা করতে পারবে। খান সাজ্জাদ (আলাপ) ০৮:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@খান সাজ্জাদ আপনাকে জানানোর দরকার ছিল সেজন্য জানালাম। ≈ ফারহান  «আলাপ» ০৮:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Md.Farhan Mahmud:, এই বাংলা উইকিপিডিয়ায় স্বেচ্ছাসেবক-সম্পাদকের সংখ্যা কম, এখানে অনেক নিবন্ধ অবহেলায় পড়ে থাকে, অযত্নে পড়ে থাকে, আমার নজরে এলে (এরূপ নিবন্ধ যেগুলো অযত্নে বা অবহেলায় পড়ে আছে) আমি সেগুলো সংশোধন করার জন্য বিভিন্ন ব্যবহারকারীর আলাপ পাতায় বার্তা লিখি, এটা কি খারাপ কাজ? খান সাজ্জাদ (আলাপ) ০৮:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সেপ্টেম্বর ২০২২ সম্পাদনা

 
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি উইকিপিডিয়ার নীতিমালা ভঙ্গ করার জন্য এই সকপাপেট অ্যাকাউন্টটি তৈরি করেছেন। দয়া করে মনে রাখুন কিছু যৌক্তিক কারণ ব্যতীত উইকিপিডিয়ায় একাধিক অ্যাকাউন্টের ব্যবহার একদম নিষিদ্ধ। বাধা উপেক্ষা করে তৈরি করা পাতাসমূহ অপসারণ ও সম্পাদনাসমূহ বাতিল করা হতে পারে। আপনার অবদান দেখে, এটিই আপনার একমাত্র উদ্দেশ্য বলে মনে হচ্ছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন