প্রবেশদ্বার:মালদ্বীপ

প্রবেশদ্বারএশিয়াদক্ষিণ এশিয়ামালদ্বীপ

މަރުޙަބާ / মালদ্বীপ প্রবেশদ্বারে স্বাগতম

মালদ্বীপ (/ˈmɔːldivz/ MAWL-deevz; ধিবেহী: ދިވެހިރާއްޖެ, প্রতিবর্ণী. Dhivehi Raajje, ধিবেহী উচ্চারণ: [diʋehi ɾaːd͡ʒːe]), আনুষ্ঠানিকভাবে মালদ্বীপ প্রজাতন্ত্র (ধিবেহী: ދިވެހިރާއްޖޭގެ ޖުމްހޫރިއްޔާ, প্রতিবর্ণী. Dhivehi Raajjeyge Jumhooriyyaa, ধিবেহী উচ্চারণ: [diʋehi ɾaːd͡ʒːeːge d͡ʒumhuːɾijjaː]) দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক এর সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার। এক হাজার দুই শ’রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ।

মালদ্বীপ নামটি সম্ভবত "মালে দিভেহী রাজ্য" হতে উদ্ভূত যার অর্থ হল মালে অধিকৃত দ্বীপরাষ্ট্র। কারো কারো মতে সংস্কৃত 'মালা দ্বীপ' অর্থ দ্বীপ-মাল্য বা 'মহিলা দ্বীপ' অর্থ নারীদের দ্বীপ হতে মালদ্বীপ নামটি উদ্ভূত। প্রাচীন সংস্কৃতে যদিও এরকম কোনও অঞ্চলের উল্লেখ পাওয়া যায় না। তবে প্রাচীন সংস্কৃতে লক্ষদ্বীপ নামক এক অঞ্চলের উল্লেখ রয়েছে। লক্ষদ্বীপ বলতে মালদ্বীপ ছাড়াও লাক্কাদ্বীপ পুঞ্জ অথবা চাগোস দ্বীপপুঞ্জকেও বোঝানো হয়ে থাকতে পারে। অপর একটি মতবাদ হল তামিল ভাষায় 'মালা তিভু' অর্থ দ্বীপমাল্য হতে মালদ্বীপ নামটি উদ্ভূত । (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত নিবন্ধ - নতুন ভুক্তি দেখুন

ফুনাধু বিমানবন্দর (আইএটিএ: এফএনডি) মালদ্বীপের শাভিয়ানি প্রবাল দ্বীপপুঞ্জের ফুনাধু দ্বীপে অবস্থিত একটি অভ্যন্তরীণ বিমানবন্দর। এটি শাভিয়ানি প্রবাল দ্বীপপুঞ্জের ফুনাধু মিলাধুম্মাদুলহু দ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত এবং উত্তর মালদ্বীপের বৃহত্তম অধ্যুষিত দ্বীপগুলোর মধ্যে অন্যতম। ফুনাধু বিমানবন্দরে প্রথম পরীক্ষামূলক ফ্লাইট ২৪শে জানুয়ারি, ২০২০ তারিখে অবতরণ করে। দেশটির জাতীয় বিমান সংস্থা মালদ্বীপিয়ান (এয়ারলাইন) ৩রা ফেব্রুয়ারি, ২০২০ তারিখে শাভিয়ানির ফুনাধু দ্বীপে সরাসরি ফ্লাইট শুরু করে। পরিবহন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মতে, ফুনাধু বিমানবন্দরে অভিযান শুরু হলে প্রতি সপ্তাহে তিনটি উড়ান অবতরণ করা হয়। ২০২০ সালের মার্চ মাস শেষ হলে নির্ধারিত ফ্লাইট দিনে তিনটি ফ্লাইটে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। (সম্পূর্ণ নিবন্ধ...)
নির্বাচিত ভুক্তির তালিকা


"গাউমি সালাম" ( ধিবেহী: ޤައުމީ ސަލާމް; কওমী সালাম) মালদ্বীপের বর্তমান জাতীয় সংগীত । ১৯৪৮ সালে গানের কথা মুহাম্মদ জামিল দিদি লিখেছেন এবং সুরটি ১৯৭২ সালে শ্রীলঙ্কার প্রবীণ পণ্ডিত অমরাদেব রচনা করেছিলেন। "গাউমি সালাম" কওমী ইত্তেহাদ , মুলুকের ঈমানী চেতনা, ঐতিহাসিক লড়াইয়ের বিজয় এবং কওমের হেফাজতকারী বাহাদুরদের শ্রদ্ধার এলান প্রদান করে। যে নেতারা তাদের জিম্মাদারী পালন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি মুলুকের আরও উন্নতি কামনা করে। (সম্পূর্ণ নিবন্ধ...)
নির্বাচিত ভুক্তির তালিকা

নির্বাচিত জীবনী - নতুন ভুক্তি দেখুন

২০১৬ সালে নিউ রেডিয়েন্টের হয়ে আশফাক

আলি আশফাক (ধিবেহী: އަލީ އަޝްފާގު, ইংরেজি: Ali Ashfaq; জন্ম: ৬ সেপ্টেম্বর ১৯৮৫) হলেন একজন মালদ্বীপীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি সর্বশেষ মালদ্বীপীয় ক্লাব ক্লাব ঈগলসের হয়ে খেলেছেন এবং বর্তমানে মালদ্বীপ জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০১–০২ মৌসুমে, মালদ্বীপীয় ক্লাব ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে ৪ মৌসুমে ৭৭ ম্যাচে ৭৭টি গোল করার পর ২০০৬–০৭ মৌসুমে তিনি নিউ রেডিয়েন্টে যোগদান করেছেন। নিউ রেডিয়েন্টে হয়ে তার প্রথম মৌসুমেই তিনি ২০০৬ ধিবেহী লীগের শিরোপা জয়লাভ করেছেন। নিউ রেডিয়েন্টে মাত্র এক মৌসুম অতিবাহিত করার পর ব্রুনাইয়ান ক্লাব ডিপিএমএমের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি ৭ ম্যাচে ২টি গোল করেছেন। পরবর্তীকালে, তিনি ভিবি আড্ডু, নিউ রেডিয়েন্ট, পলিস দিরাজ, মাজিয়া, ট্রাস্ট অ্যান্ড কেয়ার, গ্রিন স্ট্রিটস, ক্লাব ভ্যালেন্সিয়া এবং ক্লাব ঈগলসের হয়ে খেলেছেন। (সম্পূর্ণ নিবন্ধ...)


মালদ্বীপের সংস্কৃতি - নতুন ভুক্তি দেখুন

টুনা অনেক খাবারের অপরিহার্য উপাদান।
মালদ্বীপের রন্ধনশৈলী  বলতে মালদ্বীপ এবং মিনিকয়, কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপ, ভারত এর রন্ধন প্রণালীকে বুঝায়। মালদ্বীপের সনাতন রান্না মূলত নারিকেল, মাছ এবং শ্বেতসার ও তাদের থেকে উদ্ভূত উপকরণ উপর ভিত্তি করে। নারিকেলের মালাই মালদ্বিপের অধিকাংশ তরকারির প্রধান এবং অপরিহার্য উপাদান। মালদ্বীপের ঐতিহ্যবাহী খাবার হানিগডি । এটি মুলত নারিকেল হতে বানানো খাবার। এছাড়া ম্যাস হানি নামে আরেকটি নারকেলের খাবার মালদ্বীপে বহুল প্রচলিত। সাগর বেষ্টিত মালদ্বীপের খাবারে আমিষের উপদান হিসেবে বিভিন্ন ধরনের টুনা, স্কাড, ম্যাকরেল থাকে। শুটকি ও তাজা মাছের বিভিন্ন প্রকরণ - দুইভাবেি মাছের তরকারি রান্না হয়ে থাকে। শ্বেতসার খাবারের মধ্যে ভাত (চাল) অন্যতম, এটি সিদ্ধ অথবা ময়দার বা কন্দ জাতীয় সবজীর সাথে পরিবেশন হয়। (সম্পূর্ণ নিবন্ধ...)
নির্বাচিত ভুক্তির তালিকা

নির্বাচিত চিত্র- নতুন চিত্র দেখুন

মালদ্বীপ সম্পর্কিত বিভিন্ন নিবন্ধে ব্যবহৃত চিত্র

নির্বাচিত তালিকা


আপনি যা করতে পারেন

  • মালদ্বীপ বিষয়ক নতুন নিবন্ধ তৈরি অথবা অন্য উইকিপ্রকল্প হতে অনুবাদ করতে পারেন।
  • বর্তমান নিবন্ধ অথবা মালদ্বীপ বিষয়ক বিভিন্ন (নিম্নের) টেমপ্লেট হতে লাল লিঙ্ক থাকা বিষয় নিয়ে নতুন নিবন্ধ রচনা করতে পারেন।
  • বিদ্যমান নিবন্ধসমূহ তথ্য দিয়ে সমৃদ্ধ, সম্প্রসারণ, রচনাশৈলীর উন্নয়ন ও তথ্যছক না থাকলে যুক্ত করতে পারেন।
  • নিবন্ধগুলিতে উইকিমিডিয়া কমন্স হতে দরকারী ও প্রাসঙ্গিক মুক্ত চিত্র যুক্ত করতে পারেন।
  • মালদ্বীপ সংক্রান্ত নিবন্ধসমূহে বিষয়শ্রেণী না থাকলে যুক্ত করতে পারেন।
  • নিবন্ধসমূহে তথ্যসূত্রের ঘাটতি থাকলে, পর্যাপ্ত সূত্র যোগ করতে পারেন।
  • মালদ্বীপ সম্পর্কিত নিবন্ধসমূহের শেষে {{প্রবেশদ্বার দণ্ড|মালদ্বীপ}} যুক্ত করতে পারেন।


সম্পর্কিত প্রবেশদ্বার

বিষয়


বিষয়শ্রেণীসমূহ

বিষয়শ্রেণী ধাঁধা
বিষয়শ্রেণী ধাঁধা
উপবিষয়শ্রেণী দেখার জন্য [►] ক্লিক করুন


উইকিমিডিয়া


উইকিসংবাদে মালদ্বীপ
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে মালদ্বীপ
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে মালদ্বীপ
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে মালদ্বীপ
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে মালদ্বীপ
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে মালদ্বীপ
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে মালদ্বীপ
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে মালদ্বীপ
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে মালদ্বীপ
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা

সার্ভার ক্যাশ খালি করুন