ইরানে সমকামীদের অধিকার

ইরানে সমকামিতাকে একধরনের মানসিক অসুস্থতা এবং যৌনবিকৃতি হিসেবে দেখা হয়। দেশটিতে সমকামিতার পক্ষে কোনো সরকারী বা সামাজিক স্বীকৃতি নেই। ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে মোহাম্মদ রেজা পাহলভির সরকার সমকামীদের পক্ষে ছিলো (তখন সমকামীদেরকে শাস্তির আওতায় আনা হতোনা) কারণ রেজা ছিলেন পশ্চিমা সংস্কৃতির পূজারি যদিও তখনো সরকারীভাবে সমকামিতার পক্ষে ইরানে কোনো আইন ছিলোনা। ইরানের সমাজে যৌন বিভাজন ভালো করেই চোখে পড়ে, যেখানে নারীপুরুষের অবাধ মেলামেশাই নিষেধ (যদিও কোনো কোনো ক্ষেত্রে প্রেম করে বিয়ে করা যায়) সেখানে সমকামের মত কাজ অত্যন্ত দুরূহ। ইরানের সাবেক রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদ ইরানের সমাজ এবং সংস্কৃতির সঙ্গে সমকামিতা বেমানান বলে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন পশ্চিমা গণমাধ্যম সিএনএনকে ২০০৭ সালে।[৩] ইরানে নারী সমকামী হোক আর পুরুষ সমকামী হোক, পুলিশ সমকামিতার অভিযোগ পেলেই তাদেরকে গ্রেফতার করে।[৪] ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ২০১৯ সালে বলেছিলেন যে,

সমকামী অধিকার : ইরান
সমকামী অধিকার?সমকামিতা বিকৃতি এবং অনৈতিক কর্ম হিসেবে স্বীকৃত; অধিকার নেই
শাস্তি:
কারাদণ্ড, বেত্রাঘাত বা কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুদণ্ড (পায়ুকাম করে পায়ুপথের ক্ষতি করলে)[১]
লিঙ্গ স্বীকৃতিইরানে লিঙ্গপরিবর্তন করা যায় (শুধু হিজড়াদের)[২]
সামরিক চাকরিতেনা
বৈষম্য নিরাপত্তাকিছুই নেই
পারিবারিক অধিকার
সম্পর্কের স্বীকৃতিসমলিঙ্গের মানুষের মধ্যকার কোনো ধরনের প্রেমের সরকারী বা সামাজিক স্বীকৃতি নেই
সন্তান দত্তকনা

[৫]

তথ্যসূত্র

  1. Jerome Taylor (৭ সেপ্টেম্বর ২০১১)। "Iran executes three men for sodomy"independent.co.uk 
  2. "Iran's gay plan"Canadian Broadcasting Corporation। আগস্ট ২৬, ২০০৮। এপ্রিল ১৬, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৩, ২০১৮ 
  3. "Interview with Iranian President Mahmoud Ahmadinejad"Larry King Live। CNN। ২০০৮-০৯-২৩। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৯ 
  4. Saeed Kamali Dehgan (১০ অক্টোবর ২০১৩)। "Iran arrests 'network of homosexuals and satanists' at birthday party"theguardian.com 
  5. Alistair Walsh (১২ জুন ২০১৯)। "Iran defends execution of gay people"dw.com