বাংলা ও বাঙালী হল প্রভাতরঞ্জন সরকার কর্তৃক বাংলা ভাষায় রচিত একটি ঐতিহাসিক[১] গ্রন্থ।[২][৩][৪] এটি ১৯৮৮ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়।[১][২] এই গ্রন্থে তিনি বহু অজানা তথ্যের সন্ধান দিয়েছেন। এটি বাঙালী জাতির পরিচয়, বাসভূমি, সংস্কৃতি, ভাষা ইত্যাদি বিষয়ে আলোকপাত করে।[১][২][৩][৪]

বাংলা ও বাঙালী
লেখকপ্রভাতরঞ্জন সরকার
দেশভারত
ভাষাবাংলা
ধরনইতিহাস
প্রকাশনার তারিখ
১৯৮৮
মিডিয়া ধরনমুদ্রিত গ্রন্থ
পৃষ্ঠাসংখ্যা৪৪১
আইএসবিএন৯৭৮-৮১-৭২৫২-২৯৭-১

এই গ্রন্থে তাঁর একটি বিখ্যাত বাণী – "সবকিছুই উহ-অবোহের পথে চলে। একদিন এই রাঢ়ও এই রকম ভাবে উহ-তে চলেছিল, দ্রুত গতিতে চলেছিল। তারপর নীচে নামল, আবার উপরে উঠবে। বাঙালী জাতির কথাটাই ভাব তো ! উনবিংশ শতাব্দীতে বিদ্যায়, জ্ঞানে বুদ্ধিতে, সংস্কৃতিতে, সাহিত্যে, শিল্পে কত বড় বড় দিকপাল জন্মেছিলেন এই বাঙলায়। আবার তাঁরা শেষ হয়ে গেলেন বিংশ শতাব্দীর গোড়ার দিকে। তারপর এসেছে একটা অবোহ অবস্থার যুগ। আমি আশা করি – শুধু আশাই করি না – দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি, এই অবোহের পরে অত্যন্ত নিকট ভবিষ্যতে সেই উহ আসছে। একেবারে চারিদিকে সবাই মণিদ্যুতিতে উদ্ভাসিত হয়ে এগিয়ে চলবে। গোটা পৃথিবীকে সাহায্য করবে এই বাঙলার মানুষ।"

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sarkar, Prabhat Ranjan; Ananda Marga (Organization) (২০১৩)। Bengal and Bengalees (English ভাষায়)। আইএসবিএন 978-81-7252-297-1ওসিএলসি 946224658 
  2. Bangla O Bangali 
  3. বাঙালী, আমরা। "বাঙলার ভূখন্ডের ইতিকথা"আমরা বাঙালী (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০ 
  4. "বাঙলা নববর্ষ বরণে 'স্পান্দনিক' | নোতুন পৃথিবী"notunprithivi.com। ২০২০-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০ 

বহিঃসংযোগ সম্পাদনা