জম জম (চলচ্চিত্র)
জম জম মালয়ালম ভাষার একটি হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন জি. নীলকান্ত রেডি এবং প্রযোজনা করেছেন মানু কুমারন।[১] এটি মূলত বিকাশ বহল কর্তৃক ২০১৪ সালে নির্মিত হিন্দি চলচ্চিত্র কুইনের পুনর্নির্মাণ, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মঞ্জিমা মোহন।[২][৩]
জম জম | |
---|---|
পরিচালক | জি. নীলকান্ত রেডি |
প্রযোজক | মানু কুমারন |
কাহিনিকার | বিকাস বহল |
উৎস | বিকাস বহল কর্তৃক কুইন |
শ্রেষ্ঠাংশে | মঞ্জিমা মোহন |
সুরকার | অমিত ত্রিবেদী |
চিত্রগ্রাহক | মাইকেল তাবুরিয়ক্স |
সম্পাদক | প্রদীপ সংকর |
দেশ | ভারত |
ভাষা | মালয়ালম |
কুশীলব
সম্পাদনাঅভিনেতা | চরিত্র |
---|---|
মানজিমা মোহন | জামা নাসরিন |
শিবানী দান্ডেকার | বিজয়লক্ষ্মী |
সানি ওয়েইন | হাসসাম |
মুথুমানি | স্মিতা |
বাইজু | জর্জ |
মঞ্জু | |
আরম আরাকেলিয়ান | আন্দ্রে |
নির্মাণ
সম্পাদনা২০১৪ সালের জুনে হিন্দি কুইন চলচ্চিত্রের নির্মাতা প্রতিষ্ঠান– ভায়াকম ১৮ মোশন পিকচার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে, তারা তাদের ছবি তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় পুনর্নির্মাণ করার অধিকার থিয়াগারাজনের কাছে বিক্রি করেছে এবং থিয়াগারাজন তার প্রতিষ্ঠান স্টার মুভিজের মাধ্যমে এই সিনেমাগুলো নির্মাণ করবে। ভায়াকম চুক্তিতে শর্ত দিয়েছিল যে, এই সিনেমাগুলোর যেকোনোটির মূল ফটোগ্রাফি ২০১৭ সালের ৮ জুনের মধ্যে শুরু করতে হবে। অন্যথায় তারা সিনেমা নির্মাণের অধিকার হারাবে।[৪]
প্রথমে অমলা পল চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও পরবর্তীতে মানজিমা মোহন এ চরিত্রে কাজ করেছিলেন।
সাউন্ডট্র্যাক
সম্পাদনাজম জম | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ৫ ফেব্রুয়ারি ২০১৯ | |||
শব্দধারণের সময় | ২০১৮-১৯ | |||
স্টুডিও | এ টি স্টুডিওস | |||
ঘরানা | ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক | |||
সঙ্গীত প্রকাশনী | জি মিউজিক কোম্পানি | |||
প্রযোজক | অমিত ত্রিবেদী | |||
অমিত ত্রিবেদী কালক্রম | ||||
|
চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী এবং সুর করেছেন রফিক আহমেদ।
নং. | শিরোনাম | গীতিকার | Singer(s) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "কিলি পেনে" (Backing Vocals: রাজিব সুন্দরেসন, সুহাস সাওয়ান এবং অরুণ এইচকে) | রফিক আহমেদ | জেসিয়ে গিফট এবং সিতারা কৃষ্ণকুমার | ৩:৩১ |
২. | "ইনি ভিদা পরায়াম" | রফিক আহমেদ | গৌরী লক্ষ্মী এবং সত্যপ্রকাশ | ৩:৫৩ |
প্রচার এবং মুক্তি
সম্পাদনাসিনেমাটির আনুষ্ঠানিক টিজার ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Queen's Malayalam remake titled Zam Zam, Manjima Mohan to step into Kangana Ranaut's shoes"। The Indian Express। ২৭ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ "Manjima Mohan and Sunny Wayne wrap up Zam Zam's final schedule - Times of India"। The Times of India। ২৭ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ Priyanka Thirumurthy (১৫ ডিসেম্বর ২০১৭)। "My favourite scene from 'Zam Zam' is when I get drunk: Manjima Mohan to TNM"। The News Minute। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ "Thiagarajan bags rights to remake 'Queen' down south"। The Hindu। ১১ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯।
- ↑ "Zam Zam - Official Movie Teaser - Manjima Mohan - Sunny Wayne - Amit Trivedi - Neelakanta"। YouTube। Zee Music South। ২১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে জম জম (ইংরেজি)