বছর

(Year থেকে পুনর্নির্দেশিত)

এক বছর বলতে সূর্যকে ঘিরে কক্ষপথে পৃথিবী ঘোরার সময় একই ঘটনা দুইবার ঘটার মধ্যে সময়ের ব্যবধানকে বোঝায়। যেকোন গ্রহের ক্ষেত্রেই এই সংজ্ঞা প্রযোজ্য। যেমন - মাঙ্গলিক বছর বলতে মঙ্গল গ্রহের জন্য এক বছরকে বোঝায়।

একবছর দিনের নির্দিষ্ট সময়ে সূর্যের অবস্থান বদল ইলাস্ট্রেশন

প্রতীকসম্পাদনা

প্রতীক aসম্পাদনা

এসআই উপসর্গ গুণকসম্পাদনা

Ka বা কিলোবর্ষ (kiloannus জন্য), এক হাজার (১০) বছর সমান সময়ের একটি একক

Ma বা মেগাবর্ষ (megaannus-এর জন্য), দশ লক্ষ (১০) বছর সমান সময়ের একটি একক।

Ga বা গিগাবর্ষ (gigaannus-এর জন্য), একশো কোটি (১০) বছর সমান সময়ের একটি একক।

Ta বা টেরাবর্ষ (teraannus-এর জন্য), এক লক্ষ কোটি (১০১২) বছর সমান সময়ের একটি একক।

Pa বা পিটাবর্ষ (petaannus-এর জন্য), দশ কোটি কোটি (১০১৫) বছর সমান সময়ের একটি একক।

Ea বা এক্সাবর্ষ (exaannus-এর জন্য), দশ হাজার কোটি কোটি (১০১৮) বছর সমান সময়ের একটি একক।

প্রতীকসমূহ y এবং yrসম্পাদনা

এসআই সংক্ষেপ নয় এসআই-পূর্বনির্ধারিত সমতুল্য মাত্রার ক্রম
kyr ka
  • হাজার বছর
myr Ma
  • মিলিয়ন বছর
byr Ga
kya বা tya "ka ago"
mya "Ma ago"
bya বা gya "Ga ago"

তথ্যসূত্রসম্পাদনা

  1. Bradford M. Clement (এপ্রিল ৮, ২০০৪)। "Dependence of the duration of geomagnetic polarity reversals on site latitude"। Nature428 (6983): 637–40। ডিওআই:10.1038/nature02459পিএমআইডি 15071591বিবকোড:2004Natur.428..637C