গগ ও মেগগ

(Yakjuj wa Makjuj থেকে পুনর্নির্দেশিত)

গগ্‌ পুরাতন বাইবেলে উল্লিখিত একজন পরাক্রান্ত জালেম নেতা। বাইবেলের এক স্থানে উল্লেখ আছে যে, গগ্‌ ম্যাগগদের দেশে আবির্ভূত হয়ে ম্যাগগদের নিয়ে একসাথে ইসরাঈল বা ফিলিস্তিন আক্রমণ করে পরাজিত হবে। লক্ষণীয় বিষয় এই যে, এরা কুরআনে উল্লিখিত ইয়াজুজ মাজুজদের সাথে তুলনীয়।

ইযেকিয়েলের গ্রন্থ অনুসারে গগ্‌ হচ্ছে রশ, মেশেচ এবং তুবালের রাজপুত্র। এই স্থানগুলো ম্যাগগদের দেশের উত্তরে অবস্থিত। (ইযেকিয়েল ৩৮: ২-৩)

ইযেকিয়েলের ভবিষ্যদ্বাণী অনুসারে ইসরাইলের ।পর্বতমালা ঈশ্বরের হাতে পরাজিত হবে। তবে গগ্‌ একজন ব্যক্তি নাকি কোনো গোত্র তা নিয়ে মতভেদ আছে।

তথ্যসূত্র

সম্পাদনা