ভেনেজুয়েলা

দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি রাষ্ট্র
(Venezuela থেকে পুনর্নির্দেশিত)

ভেনেজুয়েলা (স্পেনীয় ভাষায়: Venezuela বেনেসুয়েলা [beneˈswela]) দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত রাষ্ট্র। ভেনেজুয়েলার ভূপ্রকৃতি উত্তরে আন্দেস পর্বতমালার সুউচ্চ পর্বতচূড়াগুলি থেকে দক্ষিণের ক্রান্তীয় অরণ্য পর্যন্ত বিস্তৃত। দেশের মধ্যভাগে আছে তৃণময় সমভূমি এবং রুক্ষ উচ্চভূমি। উপকূল জুড়ে রয়েছে নয়নাভিরাম বেলাভূমি। তীর থেকে অদূরে অনেকগুলি দ্বীপ ভেনেজুয়েলার সীমানার অন্তর্গত। ভেনেজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহরের নাম কারাকাস

Bolivarian Republic of Venezuela[1]

República Bolivariana de Venezuela (স্পেনীয়)
ভেনেজুয়েলার জাতীয় পতাকা
পতাকা
ভেনেজুয়েলার জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় মর্যাদাবাহী নকশা
'নীতিবাক্য: 'Dios y Federacion[2]  (স্পেনীয়)
God and Federation
জাতীয় সঙ্গীত: Gloria al Bravo Pueblo  (স্পেনীয়)
Glory to the Brave People
ভেনেজুয়েলার অবস্থান
রাজধানী
ও বৃহত্তম নগরী বা বসতি
কারাকাস
সরকারি ভাষাSpanish[3]
জাতীয়তাসূচক বিশেষণVenezuelan
সরকারFederal Democratic republic
নিকোলাস মাদুরো
• 
Jorge Rodríguez
Independence
• from Spain
July 5 1811
• from Gran Colombia
January 13 1830
• Recognised
March 30 1845
আয়তন
• মোট
৯,১৬,৪৪৫ কিমি (৩,৫৩,৮৪১ মা) (33rd)
• পানি (%)
0.32[4]
[[১]]
• (2022 est.) আনুমানিক
29,789,730 [] (50th)
• 2001 আদমশুমারি
23,054,210
• ঘনত্ব
৩০.২/কিমি (৭৮.২/বর্গমাইল) (173rd)
জিডিপি (পিপিপি)2006 আনুমানিক
• মোট
$176.4 billion (47th)
• মাথাপিছু
$7,165 (90th)
জিনি (2000)44.1
মাধ্যম
মানব উন্নয়ন সূচক (2014)হ্রাস 0.762[]
উচ্চ · 71st
মুদ্রাভেনেজুয়েলান বলিভার[5] (VEB)
সময় অঞ্চলইউটিসি-৪
কলিং কোড58
ইন্টারনেট টিএলডি.ve
^ The "Bolivarian Republic of Venezuela" has been the full official title since the adoption of the new Constitution of 1999, when the state was renamed in honor of Simón Bolívar.
^ Formerly "God and Federation" (স্পেনীয়: «Dios y Federación»).
^ The Constitution also recognizes all indigenous languages spoken in the country.
^ Area totals include only Venezuelan-administered territory.
^ On 1 January 2008 a new bolivar, the bolívar fuerte (ISO 4217 code VEF), worth 1,000 VEB, is to be introduced.

ভেনেজুয়েলা ৩০০ বছরেরও বেশি সময় ধরে একটি স্পেনীয় উপনিবেশ ছিল। ১৯শ শতকের শুরুতে দক্ষিণ আমেরিকার যেসব স্পেনীয় উপনিবেশ প্রথম স্বাধীনতা ঘোষণা করে, তাদের মধ্যে ভেনেজুয়েলা ছিল অন্যতম। পূর্বে এটি ভেনেজুয়েলা প্রজাতন্ত্র নামে পরিচিত ছিল। ১৯৯৯ সালে এর নাম সরকারীভাবে বদলে ভেনেজুয়েলা বলিভারীয় প্রজাতন্ত্র রাখা হয়। নামটি ভেনেজুয়েলার স্বাধীনতাতে অবদান রাখা সামরিক নেতা সিমন বলিভারের নামে রাখা। স্বাধীনতা লাভের পর ভেনেজুয়েলা অন্তর্সংঘাত ও স্বৈরশাসনের বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে পার হয়েছে। ভেনেজুয়েলার রাজনীতিতে সামরিক বাহিনীর শক্তিশালী প্রভাব আছে। ১৯৫০-এর দশকের শেষ থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেশটি শাসন করে আসছে।

সংখ্যাগরিষ্ঠ ভেনেজুয়েলাবাসী মেস্তিসো, অর্থাৎ ইউরোপীয় ও আদিবাসী আমেরিকানদের সংকর জাতি। এটি আদিতে একটি কৃষিপ্রধান দেশ ছিল। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে এখানে পেট্রোলিয়ামের বিশাল মজুদ আবিষ্কৃত হওয়ার পর অর্থনীতির গতি পাল্টে যায়। ১৯৭০-এর দশক থেকে সরকার নিয়ন্ত্রিত সংস্থা তেলের উৎপাদন দেখাশোনা করছে। যদিও তেল শিল্প প্রচুর সম্পদের সৃষ্টি করেছে, তা সত্ত্বেও ভেনেজুয়েলাতে ধনী ও দরিদ্রের মধ্যে রয়েছে সুস্পষ্ট বিভাজন। ব্যবসায়ী, তেল কোম্পানির কারিগর, এবং বিরাট জমিদারেরাই দেশের অধিকাংশ সম্পদের মালিক। অন্যদিকে শহরের অদক্ষ শ্রমিক ও গ্রামের খামারকর্মীরা তুলনামূলকভাবে দরিদ্র অবস্থায় জীবন যাপন করে।

গ্রান সাবানায় টেপুইস, কুকেনান এবং রোরাইমার দৃশ্য। ক্যানাইমা জাতীয় উদ্যান। টেপুইস পার্কের আকর্ষণগুলির মধ্যে একটি, এই পর্বতগুলি গ্রহের প্রাচীনতম উন্মুক্ত গঠনগুলির মধ্যে রয়েছে।

ইতিহাস

সম্পাদনা

বিংশ শতাব্দী (১৯১৮-১৯৯৯)

সম্পাদনা

রাজনীতি

সম্পাদনা

প্রশাসনিক অঞ্চলসমূহ

সম্পাদনা

ভূগোলিক দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার একটি কম গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যার পশ্চিমে, কলম্বিয়া এবং পূর্বে গায়ানা এবং দক্ষিণে ব্রাজিল এর রাজধানী কারাকাস তার সর্ব উত্তরে।

অর্থনীতি

সম্পাদনা

ভেনেজুয়েলার রাজস্বের সিংহভাগ আসে খনিজ তেল বিক্রি করে। ১৯৮৯ সালে এক বার খাদ্যসঙ্কটের মুখে পড়তে হয়েছিল ভেনেজুয়েলাকে। সেসময়ে পরিস্থিতি সামলে নেয় তৎকালীন সরকার। ২০১৩ সালে চাভেসের উত্তরসূরি নিকোলাস মাদুরোর সরকার তেলের দাম কমিয়ে দিয়ে বিপুল রাজস্বহানি ডেকে আনে । চূড়ান্ত আর্থিক অব্যবস্থায় তীব্র খাদ্যসঙ্কট ছড়িয়ে পড়ে গোটা দেশে। বিদেশ থেকে আমদানি করতে হয় খাবার। ভেঙে পড়ে অর্থনীতি।

২০১৮ সালের পরিসংখ্যান অনুসারে ভেনেজুয়েলার জনসংখ্যা ছিল ২৮,৮৮৭,১১৮।

সংস্কৃতি

সম্পাদনা

বেসবল এই দেশের জনপ্রিয় খেলা। যেখানে অন্য ল্যাটিন দেশগুলো ফুটবল প্রধান সেখানে এই দেশ ব্যাতিক্রম। তবে ফুটবলও জনপ্রিয়। বিশ্বে ৩২ তম সূচকে অবস্থান করছে। ২০০৭ সালে কোপা আয়োজন করে। ২০১৫ কোপায় ব্রাজিলের বিরুদ্ধে গোলদাতা মিকু বর্তমানে ইন্ডিয়ান সুপার লীগ এ খেলছেন।

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. https://www.cia.gov/the-world-factbook/countries/venezuela/
  2. "2015 Human Development Report" (পিডিএফ)। United Nations Development Programme। ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫