ইউনিসেফ
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা
(UNICEF থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। (অক্টোবর ২০২৪) অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
জাতিসংঘ জরুরি শিশু তহবিল (United Nations International Children's Emergency Fund) এ জরুরি (Emergency) শব্দ যুক্ত থাকলেও পরে বাদ দেয়া হয় তবে সংক্ষেপে ইউনিসেফ পূর্বপ্রচলিত অবস্থায় থেকে যায়। জাতিসংঘের একটি বিশেষ সংস্থার নাম। শিশুদের কল্যাণ, উন্নতি ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে এই সংস্থা গঠনের সিদ্ধান্ত হয়। এই সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। ১৯৬৫ সালে ইউনিসেফ তাদের কল্যাণমুখী ভূমিকার কারণে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়।[১] ঢাকায় ১৯৫১ সালে ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হলেও, এটি ১৯৭৭ সালে তার কার্যক্রম পরিচালনা করছে।
জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল United Nations International Children's emergency Fund | |
---|---|
সংস্থার ধরন | জাতিসংঘ শিশু তহবিল |
সংক্ষিপ্ত নাম | ইউনিসেফ |
প্রধান | ক্যাথরিন এম রাসেল |
মর্যাদা | সচল |
প্রতিষ্ঠাকাল | ডিসেম্বর ১৯৪৬ |
প্রধান কার্যালয় | নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
মাতৃ সংস্থা | ইসিওএসওসি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nobel Prize"। unicef.org। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনাপুরস্কার ও স্বীকৃতি | ||
---|---|---|
পূর্বসূরী মার্টিন লুথার কিং, জুনিয়র ১৯৬৪ |
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ১৯৬৫ |
উত্তরসূরী রেনে কাসাঁ ১৯৬৮ |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |