তাইফন
(Typhon থেকে পুনর্নির্দেশিত)
গ্রিক পুরাণে, তাইফন ভয়ংকর অমর দৈত্য। তাইফন ছিল তার্তারুস ও ধরিত্রীমাতা গেইয়ার সন্তান। এমনকি দেবতারা পর্যন্ত তাকে ভয় পেত। সে ছিল একিদ্নার স্বামী। তাদের সন্তানেরা হল - কের্বেরুস, লের্নীয় হাইদ্রা, ওর্থরুস ও শিমাইরা। এরা সবাই ছিল দৈত্য-দানব। হেরাক্লেসের হাতে হাইদ্রা ও ওর্থরুস নিহত হয়। পরবর্তীকালে জিউস তাইফনকে বধ করে।
পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |