স্তাদ ব্রেস্তোয়া ২৯

(Stade Brestois 29 থেকে পুনর্নির্দেশিত)

স্তাদ ব্রেস্তোয়া ২৯ (ফরাসি উচ্চারণ: ​[stɑd bʁɛstwɑː]; স্থানীয়ভাবে [ stɒd brestwɒ]; সাধারণত স্তাদ ব্রেস্ত অথবা শুধুমাত্র ব্রেস্ত নামে পরিচিত) হচ্ছে ব্রেস্ত ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে।[১] এই ক্লাবটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্তাদ ব্রেস্তোয়া তাদের সকল হোম ম্যাচ ব্রেস্তের স্তাদ ফ্রাঁসিস-লে ব্লের খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৫,৯৩১। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ওলিভার দাল'ওগলিও এবং সভাপতির দায়িত্ব পালন করছেন দেনিস লে সাঁত। ফরাসি রক্ষণভাগের খেলোয়াড় জঁ-কেভিন দুভের্ন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ব্রেস্ত
পূর্ণ নামস্তাদ ব্রেস্তোয়া ২৯
ডাকনামলে তি' জেফ (আমাদের বাতাস)
লা টিম পাইরেট (জলদস্যু দল)
এসবি২৯
প্রতিষ্ঠিত১৯৫০; ৭৪ বছর আগে (1950)
মাঠস্তাদ ফ্রাঁসিস-লে ব্লে,
ব্রেস্ত, ফ্রান্স
ধারণক্ষমতা১৫,৯৩১
সভাপতিফ্রান্স দেনিস লে সাঁত
ম্যানেজারফ্রান্স ওলিভার দাল'ওগলিও
লিগলীগ ১
২০১৯–২০১৪তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

লীগে অংশগ্রহণ সম্পাদনা

  • লীগ ১: ১৯৭৯–৮০, ১৯৮১–৮৮, ১৯৮৯–৯১, ২০১০–১৩, ২০১৯–বর্তমান
  • লীগ ২: ১৯৭০–৭৯, ১৯৮০–৮১, ১৯৮৮–৮৯, ২০০৪–১০, ২০১৩–২০১৯
  • ন্যাশনাল (১৯৭০-এর পূর্বে সিএফএ, বিভাগ ৩ ১৯৭০–৯৩ পর্যন্ত): ১৯৫৮–৬৩, ১৯৬৬–৭০, ১৯৯১–৯৭, ২০০০–০৪
  • সিএফএ (১৯৭০-এর পূর্বে দিভিজিওঁ অনার): ১৯৫৩–৫৮, ১৯৬৩–৬৬, ১৯৯৭–০০
  • সিএফএ২ (১৯৭০-এর পূর্বে দিভিজিওঁ অনার আঞ্চলিক): ১৯৫২–৫৩
  • দিভিজিওঁ অনার (১৯৭০-এর পূর্বে উন্নীত অনার): ১৯৫১–৫২
  • লীগে উন্নীত (১৯৭০-এর পূর্বে জেলা): ১৯৫০–৫১

পৃষ্ঠপোষক সম্পাদনা

অর্জন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Effectif Ligue 1 Conforama / 2019–2020"। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা