স্পাইসজেট
স্পাইসজেট হল সান গ্রুপের মালিকানাধীন ভারতের একটি কম খরচের বিমান পরিবহন সংস্থা|[৩] এটা গার্হস্থ্য যাত্রীর ভাগ থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম বিমান পরিবহন সংস্থা। [৪] এই বিমান পরিবহন সংস্থাটি বোয়িং ৭৩৭ নেক্সট জেনারেশন এবং বম্বারদিয়ার ড্যাশ ৮ কিউ ৪০০ বিমান ব্যবহার করে দৈনিক ৩৪০ এর অধিক ফ্লাইট পরিচালনা করে ৪১ টি ভারতীয় এবং ৮ টি আন্তর্জাতিক শহর নিয়ে মোট ৪৯ টি গন্তব্যস্থলে|[৫]
| |||||||
প্রতিষ্ঠাকাল | 2005 | ||||||
---|---|---|---|---|---|---|---|
কার্যক্রম শুরু | ১৮ মে ২০০৫ | ||||||
হাব |
| ||||||
গৌণ হাব |
| ||||||
ফোকাস শহর |
| ||||||
নিয়মিত যাত্রী প্রোগ্রাম | SpiceJet MAX[১] | ||||||
বিমানবহরের আকার | ৩৮ | ||||||
গন্তব্য | ৪৯[২] | ||||||
প্রধান কার্যালয় | Gurgaon, India</ref> | ||||||
আয় | US$ 964.13 million (2013) | ||||||
কর্মচারী | 5,252 (2013) | ||||||
ওয়েবসাইট | spiceJet.com |
এই বিমান পরিবহন সংস্থাটি তাদের পরিসেবা ২০০৫ সালের মে মাসে শুরু করে| তাদের রেজিস্টার্ড অফিস তামিলনাড়ুর চেন্নাই এ এবং কর্পোরেট অফিস গুরগাঁও, হরিয়াণা তে অবস্থিত|[৬] স্পাইসজেট সুধু যাত্রী বর্গ অনুযায়ী তৈরি করা বিমানের পরিচালনা করে| যাত্রী পরিষেবার সঙ্গে স্পাইসজেট ওই একই বিমানে পণ্য পরিবহনের সুবিধা প্রদান করে|
গন্তব্যস্থল
সম্পাদনাবর্তমানে স্পাইসজেট দৈনিক ৩৫০ টার ওপর বিমান পরিচালনা করে ৪৮ টি ভারতীয় এবং ১০ টি আন্তর্জাতিক গন্তব্যস্থলে| এরা বোয়িং ৭৩৭-৮০০ এবং বম্বারদিয়ার ড্যাশ ৮ কিউ ৪০০ নিয়ে নিজেদের বিমান সেবা পরিচালনা করে|[৭] ৫ বছর নিজেদের সেবা প্রদান করার পর, স্পাইসজেট কে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ২০১০ সালের ৭ ই সেপ্টেম্বর, আন্তর্জাতিক ফ্লাইট শুরু করার অনুমতি প্রদান করে| গোড়ার দিকে স্পাইসজেট দিল্লি থেকে কাঠমান্ডু এবং চেন্নাই থেকে কলম্বো তে বিমান সেবা শুরু করে| তাদের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট দিল্লি বিমানবন্দর থেকে ২০১০ সালে ৭ ই অক্টোবর ওরে|
বহর
সম্পাদনাস্পাইসজেট তার প্রথম দৃঢ় আদেশ স্থাপন ২০০৫ সালের মার্চ মাসে ২০ টি নেক্সট জেনারেশন বোয়িং ৭৩৭-৮০০র জন্য যার ডেলিভারির সময় ২০১০ অবধি নির্ধারিত ছিল| ২০১০ এর নভেম্বর মাসে আবার স্পাইসজেট ৩০ টা বোয়িং ৭৩৭-৮০০র জন্য আদেশ স্থাপন করে|
২০১৫ সালের জানুয়ারীর হিসাব অনুযায়ী স্পাইসজেটের কাছে নিম্নলিখিত বিমানের বহর আছে:[৮]
এয়ারক্রাফট | পরিসেবায় | আদেশ | Passengers যাত্রী (ইকনমি)) |
নোট |
---|---|---|---|---|
বোয়িং ৭৩৭-৮০০ | ২১ | ১৮৯ | সব কটা ভাড়ায় | |
বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ | ৪২ | |||
বোয়িং ৭৩৭-৯০০ ই আর | ২ | ২১২ | ||
বম্বারদিয়ার ড্যাশ ৮ কিউ ৪০০ | ১৫ | ১৫ | ৭৮ | ১ টা ভাড়ায় |
মোট | ৩৮ | ৫৭ |
বর্তমান বহর
সম্পাদনাবর্তমানে স্পাইসজেটের কাছে ২৩টি বোয়িং ৭৩৭-৮০০/৯০০ ই আর বিমানের সঙ্গে গোটা ১৫ টা বম্বারদিয়ার কিউ ৪০০ বিমানের বহর আছে|
পুরস্কার এবং সফলতা
সম্পাদনাস্পাইসজেট কিছু উল্লেখযোগ্য পুরস্কার হলো -
- ইন্ডিয়া'স বেস্ট লো কস্ট এয়ারলাইন বি আউটলুক ট্রাভেলার (২০০৮, ২০১০, ২০১১ এবং ২০১২)
- ইন্ডিয়া’স ইন্টারন্যাশনাল লো কোস্ট ক্যরিয়ার অফ দি ইয়ার - ২০১২ বাই ট্রাভেল এজেন্টস এসোসিয়েশন অফ ইন্ডিয়া| (টিএএআই)
- ইন্ডিয়া’স মোস্ট আউটস্ট্যান্ডিং এয়ারলাইন এলসিসি -ডোমেস্টিক অ্যাওয়ার্ড, বাই ট্রাভেল এন্ড হসপিটালিটি| (২০১২)
- ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট অ্যাওয়ার্ড ফর মাল্টি-চ্যানেল অ্যাপ্রোচ ইন ডিস্ট্রিবিউশন| ২০০৯
- ন্যাশনাল অ্যাওয়ার্ড (আই সি ডাব্লিউ এ আই) ফর এক্সেলেন্স ইন কস্ট ম্যানেজমেন্ট| ২০০৯
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Introducing SpiceJet Max"। SpiceJet। ১৯ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৩।
- ↑ "Now, SpiceJet offers Rs 499 fare on domestic network"। Times of India। ১ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "কন্টাক্ট ইনফরমেশন ,স্পাইসজেট এয়ারলাইন্স"। Spicejet.com। ২৩ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 14 September 2010। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "স্পাইসজেট এজেস পাস্ট জেট এয়ারওয়েজ টু বি সেকেন্ড লার্জেস্ট পাস্সেন্জার ক্যরিয়ার ফর জুলাই , স্পাইসজেট এয়ারলাইন্স"। বিসনেস স্ট্যান্ডার্ড। 20 August 2014। সংগ্রহের তারিখ 5 September 2014। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "নাও স্পাইসজেট অফার্স রুপিস ৪৯৯ ফেয়ার অন ডোমেস্টিক নেটওয়ার্ক"। টাইমস অফ ইন্ডিয়া। 1 September 2014। সংগ্রহের তারিখ 5 September 2014। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "অন বোর্ড স্পাইসজেট"। Cleartrip.com।
- ↑ "স্পাইসজেট ফ্লীট ইন প্লেনস্পটার্স.নেট"। planespotters.net। ৫ ডিসেম্বর ২০১৪। ৮ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১২-০৫।
- ↑ "স্পাইসজেট পার্টনারস উইথ ট্রিপফ্যাক্টরি.কম টু লঞ্চ মাইস্পাইসট্রিপ.কম"। Travel.financialespress.com। ২২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 10 November 2014। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
সম্পাদনা- স্পাইসজেটের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ জুলাই ২০১২ তারিখে