সাহিওয়াল জেলা

(Sahiwal District থেকে পুনর্নির্দেশিত)

সাহিওয়াল জেলা (পাঞ্জাবি এবং উর্দু: ضِلع ساہِيوال‎‎), পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি অন্যতম জেলা। ১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১,৮৪৩,১৯৪ জন, যার মধ্যে থেকে প্রায় ১৬.২৭% শহুরে এলাকায় বসবাসকারী ছিল।[২] ২০০৮ সাল থেকে সাহিওয়াল বিভাগে গঠিত হয়েছিল সাহিওয়াল জেলা, ওকারা জেলা ও পাকপাতান জেলা। সাহিওয়াল শহরটি হচ্ছে জেলাটির রাজধানী এবং বিভাগীয়য় সদর দপ্তর বা রাজধানী শহর।

সাহিওয়াল জেলা
Sahiwal District

ضِلع ساہِيوال
মন্টগোমেরি জেলা
জেলা
পাঞ্জাবের সাহিওয়াল জেলার অবস্থান কমলা রং দ্বারা চিহ্নিত করা হয়েছে
পাঞ্জাবের সাহিওয়াল জেলার অবস্থান কমলা রং দ্বারা চিহ্নিত করা হয়েছে
দেশপাকিস্তান
প্রদেশপাঞ্জাব
রাজধানীসাহিওয়াল
আয়তন
 • মোট৩,২০১ বর্গকিমি (১,২৩৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৭)[১]
 • মোট২৫,১৭,৫৬০
 • জনঘনত্ব৭৯০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)
ওয়েবসাইটwww.sahiwal.gov.pk

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, জেলাটিতে জনসংখ্যার প্রায় ৯৮% মানুষ মাতৃভাষা হিসেবে পাঞ্জাবি ভাষা ব্যবহার করে। এছাড়াও বাকী ১.৪% উর্দু এবং ০.৪% পশতু ভাষা রয়েছে।[৩][৪]:২৩–২৪

প্রশাসন সম্পাদনা

সাহিওয়াল জেলাটি ২টি উপ-বিভাগে এবং ৫৩১টি গ্রাম রয়েছে।

তহসিল
সাহিওয়াল
চিচাওয়াতনি

জেলাটির প্রধান শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে মূল মহাসড়ক অবস্থিত।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. Population Table ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ মে ২০০৬ তারিখে, Urban Resource Centre
  3. "Mother tongue": defined as the language of communication between parents and children.
  4. 1998 District Census report of Sahiwal। Census publication। 51। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ১৯৯৯। 

টেমপ্লেট:Neighbourhoods of Sahiwal