আর-ট্রুথ
রন আয়ারোন কিলিংস (জন্ম জানুয়ারি ১৯, ১৯৭২) আমেরিকান পেশাদার কুস্তিগির,র্যাপার এবং অভিনেতা।তিনি তার রিং নাম আর-ট্রুুথ নামে সর্বাদিক পরিচিত। তিনি বর্তমানে পেশাদার কুস্তি সংস্থা ডাব্লিউডাব্লিউই এর সাথে যুক্ত আছে, তিনি সেখানে স্ম্যাকডাউন ব্র্যান্ডের হয়ে কুস্তি লড়েন।[১] তিনি ডাব্লিউডাব্লিউই এর বাইরে রন "দা ট্রুথ" কিলিংস নামে বেশি পরিচিত।
আর-ট্রুথ | |
---|---|
জন্ম নাম | রন আয়ারোন কিলিংস |
জন্ম | উইলিয়ামস বার্গ,সাউথ ক্যারেলিনা,মার্কিন যুক্তরাষ্ট্র | জানুয়ারি ১৯, ১৯৭২
দাম্পত্য সঙ্গী | পামেলা কিলিংস (বি. ২০১১) |
সন্তান | ১ |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | কে-মালিক শাবায কে-কুইক কে-ক্রুশ রন কিলিংস আর-ট্রুথ |
কথিত উচ্চতা | ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার) |
কথিত ওজন | ২২০ পাউন্ড(১০০ কে.জি.) |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | সারলেট,নর্থ ক্যারেলিনা |
প্রশিক্ষক | ক্রিস হ্যামরিক জর্য সাউদ ইটালিয়ান স্ট্যালিয়ন ম্যানি ফার্নান্ডেজ |
অভিষেক | মার্চ ১৫,১৯৯৭ |
কিলিংস ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ, বর্তমানে ডাব্লিউডাব্লিউই) এ কে-কুইক নামে (১৯৯৮-২০০২) পর্যন্ত কাজ করেছে,জেসে জেমস এর সাথে "রোড ডগস" নামে দল বানিয়ে,তার সাথে তিনি দুইবার ডাব্লিউডাব্লিউএফ হার্ডকোর চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।তারপর তিনি জেফ জেরেট এর সাথে টোটাল নন্সটপ একশন রেসলিং(টিএনএ) তে যোগ।তিনিই প্রথম আফ্রিকান আমেরিকান যে কোনো রেসলিং এর খেতাব জিতেছে।তিনি নতুন তৈরি ডাব্লিউডাব্লিউই ২৪/৭ চ্যাম্পিয়নশিপ খেতাব রেকর্ড ৩৯ বার জিতেছেন।[২]
প্রাথমিক জীবন
সম্পাদনাকিলিংস উইলিয়ামসবার্গ,সাউথ ক্যারেলিনায় জন্মগ্রহণ করেছেন,কিন্তু তিনি সারলেট উত্তর ক্যারেলিনায় বেড়ে উঠেছেন।কিলিংস বিশ বছর বয়স এর দিকে বেশি টাকা উপার্জনের জন্য রাস্তায় কোকেন বিক্রি করেছিল। কিলিংস যুবক বয়সে হিপ হপ এবং ব্রেক ডান্সিং এর প্রেমে পরেছিলো। কিলিংস যখন উচ্চ বিদ্যালয় এ পড়তো তখন তিনি বেস বলল এর ভবিষৎ তারকা রে দুরহাম সাথে ফুটবল খেলায় লড়েছিল।কিলিংস একজন সঙ্গিত প্রেমি হিসেবে গড়ে উঠছিলো, তিনি ১৮ বছর বয়সে উচ্চ বিদ্যালয় এর পড়াশোনা শেষ করেন,কিন্তু তিনি নিয়মিত ড্রাগ ডিলিং শুরু করেন তার সঙ্গিত এর আর্থিক খরচ জোগাড় করতে এবং তিনি চারবার গ্রেফতার হোন,এর পর তিনি ১৩ মাস জেল খাটেন। তিনি তার এক ইন্টারভিউ এ লিলিয়ান গার্সিয়ার কাছে বলেছিলেন যে,ওই ঘটনার পর তিনি তার অই জীবন ছেড়ে দেন বা বদলে ফেলেন[৩]
পেশাদার কুস্তি জীবন
সম্পাদনাইন্ডিপেন্ডেট সার্কিট(১৯৯৭-২০০২)
সম্পাদনাকিলিংস জেল থেকে ছাড়া পেলে, ন্যাশনাল রেসলিং এল্যায়েন্স এর প্রতিনিধি হয়ে জ্যাকি ক্রোকেট তার সাথে দেখা করে,কিন্তু তিনি মানা করে দেন সঙ্গিত এর প্রতি আরো মনোযোগ দিতে।এর পর তিনি রাজি হোন এবং এনডাব্লিউএ তে ২ বছর থাকে এবং সেখানে তিঞ্জ এনডাব্লিউএ চ্যাম্পিয়নশিপ জেতেন।এটাই কোনো আফ্রিকান আমেরিকান এর প্রথম রেসলিং খেতাব।
ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (১৯৯৯-২০০২)
সম্পাদনারিক মাইকেল এর তাড়নায়, কিলিংস তার কিছু ভিডিওটেপ ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে পাঠায়।তারপর কিলিংস তাদের সাথে দুই বছর এর জন্য উন্নয়ন চুক্তি করেন ১৯৯৯ সালে কে-কুইক নামে।[৪] তিনি ডাব্লিউডাব্লিউএফ এর উন্নয়ন ক্ষেত্র মেফিস চ্যাম্পিয়নশিপ রেসলিং এর কুস্তি লড়া শুরু করেন। এপ্রিল এর ১২ তারিখে রবিনসনবেলি,মিসিসিপ্পিতে তিনি ব্যাটল রয়েল এর মাধ্যমে সাউদার্ন হেবিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন। মে ২৪ তারিখে টুনিকা,মিসিসিপ্পিতে তিনি মাস্কড জেরি ল্বার এর কাছে তার খেতাব হারান। কিন্তু এর কিছুদিন পর আগস্ট এর ১৯ তারিখে জ্য এবস এর কাছ থেকে তিনি তার খেতাব পুনরায় জেতেন।তিনি তার দিতীয় আধিপত্য হারান নভেম্বর ৩ এ স্টিভ ব্যাডলি এর কাছে হেরে,মার্লিকা আর্কানসেস এ।
কে-কুইক মেইন রোস্টার এ জায়গা পান এবং রোড ডগ নামে ট্যাগ টিম গড়ে তুলেন। তিনি নভেম্বর ১৩,২০০০ এর পর্বে আত্নপ্রকাশ করেন।
টোটাল ননস্টপ একশন রেসলিং
সম্পাদনাএনডাব্লিউএ ওয়ার্ল্ড হেবিওয়েট চ্যাম্পিয়ন (২০০২-২০০৩)
সম্পাদনাজুন ২০০২ সালে কিলিংস টোটাল ননস্টপ একশন রেসলিং এর সাথে চুক্তি করেন। জুন ১৯ তারিখে প্রথমবারের মতো টিএনএ পে পার ভিও এ কে-ক্রুশ নামে কুস্তি লড়েন।[৫]
থ্রি লাইভ ক্রু(২০০৩-২০০৫)
সম্পাদনামে এবং জুনের মাজে তিনি কনান এবং সাবেক ডাব্লিউডাব্লিউ কুস্তিগির বি.জে.জেমস এর সাথে দলল গড়ে তুলেন এবং তাড়া তাদের নাম দেন থ্রি লাইভ ক্রু। ক্রু প্রথম কুস্তি লড়েন আগস্ট ১৩, ২০০৩ এ,দ্যা ডিসিপ্লিন অফ দ্যা চার্চ(সিন্ন,ভ্যাম্পায়ার ওয়ারিয়র এবং ডেবেন স্ট্রম) কে হারিয়ে।[৬] ক্রু দ্রুতই এনডাব্লিউএ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ এর কাছাকাছি চলে আসে।নভেম্বর ২৬ তারিখে সিক্স ম্যান ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ এ পরাজিত হোন।জানুয়ারি ২৮,২০০৪ সাল পর্যন্ত তারা ফ্রিবার্ড রুল এর মাধ্যমে এনডাব্লিউএ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিলেন,যেখানে তারা রেডশার্ট সিকিউরিটি এর কাছে পরাজিত ছিলেন।
ভেইরিয়াস ট্যাগ টিম(২০০৫-২০০৭)
সম্পাদনাথ্রি লাইভ ক্রু ভেঙ্গে গেলে পুনরায় কিলিংস একা লড়া শুরু করেন।তিনি এরপর এ যে স্টাইল এবং রাইনো এর সাথে স্টিং এর দল স্টিং ওয়ারিয়র্স এ যোগ দেন।লেদাল লকডাউন ম্যাচ এ স্টিং ওযরিওর্স জেরেটস আর্মিকে পরাজিত করে।
পুনরায় ডাব্লিউডাব্লিউই তে
সম্পাদনাপূর্বের জাতিবিবাদ এবং চ্যাম্পিয়নশিপ সাধনা
সম্পাদনা২০০৮ সালে কিলিংস পুনারায় ডাব্লিউডাব্লিউই এর সাথে চুক্তি করেন এবং স্ম্যাকডাউনে আগস্ট ২৯ তারিখে কেনি ড্যক্সত্রা কে পরাজিত করে পুনরায় আত্মপ্রকাশ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.wwe.com/superstrar-profile/R-Truth[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://www.wwe.com/wwe24/7championshipc[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ early life of R-Truth
- ↑ r-truth biography on about his wrestling career
- ↑ http://www.impactwrestling.com
- ↑ three live kru on tna
বহিঃসংযোগ
সম্পাদনা- ডাব্লিউডাব্লিউই.কম-এ R-Truth
- ফেসবুকে R-Truth
- টুইটারে R-Truth
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আর-ট্রুথ (ইংরেজি)
- আর-ট্রুথ-এর প্রোফাইল: কেজম্যাচ.নেট, রেসলিংডাটা.কম, ইন্টারনেটের রেস্টলিং ডাটাবেস