কোয়ার্ক-গ্লুয়ন প্লাজমা

(Quark–gluon plasma থেকে পুনর্নির্দেশিত)

কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্সে কোয়ার্ক-গ্লুয়ন প্লাজমা বা কোয়ার্ক-গ্লুয়ন স্যুপ[২] হলো পদার্থের এমন এক দশা যা অতি উচ্চ তাপমাত্রা এবং/বা চাপে বিদ্যমান থাকে। পদার্থের এই দশাটি অনন্ত স্পর্শক স্বাধীন সবল মিথস্ক্রিয়াশীল কোয়ার্কগ্লুয়নের সমন্বয়ে গঠিত হয় এবং তা সাধারণত পারমাণবিক নিউক্লিয়াস বা অন্যান্য হ্যাড্রনের রং বন্ধনের মাঝে সীমাবদ্ধ থাকে।

কিউসিডি ফেজ ডায়াগ্রাম। আরএস দ্বারা নির্মিত মূল থেকে রূপান্তরিত।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Bhalerao, Rajeev S. (২০১৪)। "Relativistic heavy-ion collisions"। Mulders, M.; Kawagoe, K.। 1st Asia-Europe-Pacific School of High-Energy Physics। CERN Yellow Reports: School Proceedings। CERN-2014-001 ; KEK-Proceedings-2013–8। Geneva: CERN। পৃষ্ঠা 219–239। আইএসবিএন 9789290833994এসটুসিআইডি 119256218ওসিএলসি 801745660ডিওআই:10.5170/CERN-2014-001 
  2. Bohr, Henrik; Nielsen, H. B. (১৯৭৭)। "Hadron production from a boiling quark soup: quark model predicting particle ratios in hadronic collisions"। Nuclear Physics B128 (2): 275। ডিওআই:10.1016/0550-3213(77)90032-3বিবকোড:1977NuPhB.128..275B