পোতালা প্রাসাদ

(Potala Palace থেকে পুনর্নির্দেশিত)

পোতালা প্রাসাদ হল তিব্বতের লাসা শহরে অবস্থিত তিব্বতি আধ্যাত্মিক প্রধান দলাই লামার বাসস্থান। তিব্বত চিন কর্তৃক অধিগৃহীত হওয়ার পর ১৯৫৯ খ্রিষ্টাব্দে চতুর্দশ দলাই লামা তেনজ়িন গিয়াৎসো এই প্রাসাদ ত্যাগ করে তার অনুগামীদের সঙ্গে নিয়ে গোপনে তিব্বত থেকে প্রস্থানপূর্বক ভারতে আগমন করেন এবং ভারত সরকারের আশ্রয় গ্রহণ করেন।

পোতালা প্রাসাদ, লাসা