ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন

ফিলিস্তিনের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা
(Palestinian Football Association থেকে পুনর্নির্দেশিত)

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (আরবি: الاتحاد الفلسطيني لكرة القدم, ইংরেজি: Palestinian Football Association; এছাড়াও সংক্ষেপে পিএফএ নামে পরিচিত) হচ্ছে ফিলিস্তিনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ফিলিস্তিনের জেরুসালেমে অবস্থিত।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯৬২; ৬২ বছর আগে (1962)[১]
সদর দপ্তরফিলিস্তিন জেরুসালেম, ফিলিস্তিন
ফিফা অধিভুক্তি
  • ৩১ মে ১৯৯৫; ২৮ বছর আগে (1995-05-31) (অস্থায়ী)[২]
  • ১৯৯৮[১]
এএফসি অধিভুক্তি
  • ১৯৯৫ (অস্থায়ী)
  • ১৯৯৮
সভাপতিফিলিস্তিন জিব্রিল আল রাজুব
সহ-সভাপতিফিলিস্তিন ইব্রাহিম আবু সালিম
ওয়েবসাইটwww.pfa.ps

এই সংস্থাটি ফিলিস্তিনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে গাজা স্ট্রিপ প্রিমিয়ার লীগ, গাজা স্ট্রিপ প্রথম লীগ এবং ফিলিস্তিন কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন জিব্রিল আল রাজুব এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ফিরাস আবু হিলাল।

কর্মকর্তা সম্পাদনা

২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি জিব্রিল আল রাজুব
সহ-সভাপতি ইব্রাহিম আবু সালিম
সাধারণ সম্পাদক ফিরাস আবু হিলাল
কোষাধ্যক্ষ ইরাহিম ইলেয়ান
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক ঘাসান জারাদাত
প্রযুক্তিগত পরিচালক আব্দলনাসির বারাকাত
ফুটসাল সমন্বয়কারী আনান ওয়ালিদ
জাতীয় দলের কোচ (পুরুষ) নুরেদ্দিন উলদ আলি
জাতীয় দলের কোচ (নারী) আহমদ শারাফ
রেফারি সমন্বয়কারী হুসাম আল হুসেইন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Presidential Election Item 13 on FIFA Congress Agenda"www.fifa.com। FIFA। ১৬ এপ্রিল ১৯৯৮। ৭ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা