জর্ডানের রূপরেখা

(Outline of Jordan থেকে পুনর্নির্দেশিত)

নিম্নোক্তরূপরেখা অংশটিতে জর্দান দেশটির সামগ্রিক চিত্রের একটি সংক্ষিপ্ত রূপ ফুটিয়ে তোলা হয়েছে।

জর্দানের মানচিত্র

জর্দান দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি দেশ। এর উত্তর সীমান্তে সিরিয়া, উত্তর-পূর্বে ইরাক, ইসরাইল এবং ফিলিস্তিনি অঞ্চল পশ্চিম দিকে এবং পূর্ব এবং দক্ষিণ দিকে সৌদি আরব অবস্থিত। এই দেশ মৃত সাগর এর উপকূল ইসরায়েলের সাথে এবং আকাবা উপসাগর এর উপকূল ইসরায়েল, সৌদি আরব ও মিশর এর সাথে সংযুক্ত। জর্দানে গনতান্ত্রিক সরকার থাকার পাশাপাশি সাংবিধানিক রাজতন্ত্রও চালু আছে। জর্দানের রাজা রাষ্ট্র ও সশস্ত্র সেনাবাহিনীর প্রধান। তিনি তার নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের মাধ্যমে ক্ষমতার ব্যবহার করেন। মন্ত্রোপরিষদ তাদের কর্মকাণ্ডের জন্য সিনেট ও নির্বাচিত ডেপুটির কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। রাষ্ট্রের বিচার বিভাগীয় বিভাগ সরকারের একটি স্বাধীন শাখা।

ক্রমবর্ধমান নগরায়ন সম্পাদনা

জর্ডানের জনগণের মধ্যে ষাটের দশকের সময় নগরকেন্দ্রিক হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। মোট জনসংখ্যার ৮০ শতাংশ ২০১১ সালের মধ্যে নগরে বসতি গড়ে। গ্রামের মানুষের দলে দলে শহরে আগমন, প্যালেস্টাইন ও সিরিয়া থেকে বাস্তুচ্যূতদের অভিবাসন, এবং আশ্রয়চ্যূত মানুষের শহরাঞ্চলে জাতিসংঘের উদ্যোগে বসতি স্থাপনের কারণে এরূপ দ্রুত নগরায়ণ সংঘটিত হয়।[১]

সাধারণ তথ্যপঞ্জী সম্পাদনা

 
A basic map of Jordan

ভূগোল জর্দান সম্পাদনা

 
জর্দানের স্থান বিবরণ সম্বন্ধীয় একটি মানচিত্র

জর্দানের ভৌগোলিক সীমা

  Saudi Arabia 744 কিমি
  Syria 375 কিমি
  Israel 238 কিমি
  Iraq 181 কিমি
  Palestinian territories 97 কিমি

জর্দানের পরিবেশ সম্পাদনা

 
ভূউপগ্রহের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সাথে জর্দান কেন্দ্রে

জর্দানের প্রাকৃতিক ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পাদনা

জর্দানের এলাকা সম্পাদনা

জর্দানের এলাকা

জর্দানের বাস্তুএলাকা সম্পাদনা

জর্দানের বাস্তুএলাকার তালিকা

জর্দানের প্রশাসনিক বিভাগ সম্পাদনা

জর্দানের প্রশাসনিক বিভাগ

জর্দানের প্রদেশ সম্পাদনা
 
জর্দানের প্রদেশ এর মানচিত্র
জর্দানের প্রদেশ
প্রদেশ এলাকা[২] (কি.মি²) জনসংখ্যা[৩] শহরাঞ্চল গ্রামাঞ্চল ঘনত্ব (লোক/কি.মি²) রাজধানী
ইরবিড ১,৫৭২ ১,১৩৭,১০০ ৯৪৩,০০০ ১৯৪,১০০ ৭২৩.৪ ইরবিদ
আজলৌন ৪২০ ১৪৬,৯০০ ১১১,৫০০ ৩৫,৪০০ ৩৫০.১ আজলৌন
জেরাস ৪১০ ১৯১,৭০০ ১২০,১০০ ৭১,৬০০ ৪৬৭.৮ জেরাস
মাফরাক ২৬,৫৫১ ৩০০,৩০০ ১১৭,৮০০ ১৮২,৫০০ ১১.৩ মাফরাখ
উত্তর এলাকা ২৮,৯৫৩ ১,৭৭৬,০০০ ১,২৯২,৪০০ ৪৮৩,৬০০ ৬১.৩
বালকা১ ১,১২০ ৪২৮,০০০ ৩০৭,৪০০ ১২০,৬০০ ৩৮২.০ সল্ট
আম্মান ৭,৫৭৯ ২,৪৭৩,৪০০ ২,৩২৫,৫০০ ১৪৭,৯০০ ৩২৬.৩ আম্মান
জারকা ৪,৭৬১ ৯৫১,৮০০ ৮৯৯,৮০০ ৫২,০০০ ১৯৯.৯ জারকা
মাদাবা ৯৪০ ১৫৯,৭০০ ১১৪,০০০ ৪৫,৭০০ ১৭০.০ মাদাবা
কেন্দ্রীয় এলাকা ১৪,৪০০ ৪,০১২,৯০০ ৩,৬৪৬,৭০০ ৩৬৬,২০০ ২৭৮.৭
কারাক ৩,৪৯৫ ২৪৯,১০০ ৮৭,২০০ ১৬১,৯০০ ৭১.৩ আল কারাক
১০ তাফিল্লা ২,২০৯ ৮৯,৪০০ ৬৩,৮০০ ২৫,৬০০ ৪০.৫ তাফিলাহ
১১ মান ৩২,৮৩২ ১২১,৪০০ ৬৬,৬০০ ৫৪,৮০০ ৩.৭ মান
১২ আকাবা ৬,৯০৫ ১৩৯,২০০ ১১৯,৭০০ ১৯,৫০০ ২০.২ আকাবা
দক্ষিণ এলাকা ৪৫,৪৪১ ৫৯৯,১০০ ৩৩৭,৩০০ ২৬১,৮০০ ১৩.২
মোট ৮৮,৭৯৪ ৬,৩৮৮,০০০ ৫,২৭৬,৪০০ (৮২.৬%) ১,১১১,৬০০ (১৭.৪%) ৭১.৯
জর্দানের নাহিয়া সমূহ সম্পাদনা
জর্দানের নাহিয়া বা প্রশাসনিক কেন্দ্র
প্রদেশ নাহিয়া
আজলুন প্রদেশ
  • আজলুন
  • কফ্রানজাহ
আম্মান প্রদেশ
  • আম্মান
  • আল জিজা
  • আল-মক্কার
  • আল কোয়েশমেহ
  • বিশ্ববিদ্যালয় (জুবাইয়া)
  • নাউর
  • সাহাব
  • মার্কা (জর্দান)
  • ওয়াদি আল সেয়ার
আকাবা প্রদেশ
  • আল-কোয়াশাবা
  • আল-কোয়ারিয়াহ
  • ওয়াদি আরবা
বালজা প্রদেশ
  • আল বালকা
  • আরদা
  • সল্ট
  • দেয়ার আলা
  • শুনা আল-জানিবিয়া
ইরবিদ প্রদেশ
  • আল-আঘওয়ার শামালিয়াহ
  • আর রামথা
  • বানি নানা
  • হারিমা
  • ইরবিদ
  • কোরা
  • আল মাজার আল শামালী
  • তাইয়েব
  • ওয়াশতিয়েহ
জেরাস প্রদেশ
  • জেরাস
কারাক প্রদেশ
  • আইই
  • ফকু
  • আল কারাক
  • আল-মাজার আল-জানুবিয়া
  • আল মাজরাআ
  • আল-কাসর
  • আল-সাফী
মান প্রদেশ
  • আল হোসেননিয়া
  • শোবাক
  • আইআই
  • মাওন
  • ওয়াদি মুসা
মাদাবা প্রদেশ
  • ধিবান
  • মাদাবা
মাফরাক প্রদেশ
  • মাফরাক
  • রুইওয়াশড
  • বালামা
  • সাভা
  • সামা এস সারহান
তাফিলা প্রদেশ
  • আল হাসা
  • তাফিল্লাহ
  • বিশারিয়াহ
জারকা প্রদেশ
  • আল-আজরাক
  • জারকা
  • বিরিন
জর্দানের পৌরসভা সম্পাদনা

জর্দানের পৌরসভা

জনসংখ্যা জর্দানের সম্পাদনা

জনমিতি জর্দানের

জর্দানের সরকার ও রাজনীতি সম্পাদনা

সরকার জর্দানের

জর্দানের শাখা সরকার সম্পাদনা

জর্দানের সরকার

জর্দান সরকারের নির্বাহী শাখা সম্পাদনা

বিধানিক শাখা, সরকার জর্দানের সম্পাদনা

জর্দান সরকারের বিচার ব্যবস্থা সম্পাদনা

জর্দানের আদালত ব্যবস্থা

জর্দানের কুটনৈতিক সম্পর্ক সম্পাদনা

জর্দানের বৈদেশিক সম্পর্ক

আন্তর্জাতিক সংস্থার সদস্য সম্পাদনা

জর্দান নিম্নোক্ত সংস্থার সদস্য:[৪]

জর্দানে আইন সম্পাদনা

জর্দানে আইন

জর্দানে সামরিক বাহিনী সম্পাদনা

জর্দানে সামরিক বাহিনী

জর্দানে স্থানীয় সরকার সম্পাদনা

জর্দানে স্থানীয় সরকার

জর্দানের ইতিহাস সম্পাদনা

জর্দানে সংস্কৃতি সম্পাদনা

জর্দানে সংস্কৃতি

জর্দানে শিল্প সাহিত্য সম্পাদনা

জর্দানে খেলা সম্পাদনা

জর্দানে খেলা

জর্দানে অর্থনীতি ও অবকাঠামো সম্পাদনা

জর্দানে অর্থনীতি

জর্দানে শিক্ষা সম্পাদনা

জর্দানে স্বাস্থ্য সম্পাদনা

জর্দানে স্বাস্থ,

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Altas_of_jordan"Open Edition 
  2. "Estimated Population of the Kingdom, Area (Km2) and Population Density by Governorate, at End-year 2012" (পিডিএফ)। Department of Statistics - Jordan। ২০১২। ২৭ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৩ 
  3. "Estimated Population of the Kingdom by Urban* and Rural, at End-year 2012" (পিডিএফ)। Department of Statistics - Jordan। ২০১২। ২৭ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৩ 
  4. "Jordan"The World FactbookUnited States Central Intelligence Agency। জুলাই ১৩, ২০০৯। জানুয়ারি ২৯, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৩, ২০০৯