নিম ওলাঁপিক

(Nîmes Olympique থেকে পুনর্নির্দেশিত)

নিম ওলাঁপিক (ফরাসি উচ্চারণ: ​[nim ɔlɛ̃pik]; শুধুমাত্র নিম নামেও পরিচিত) হচ্ছে নিম ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। নিম ওলাঁপিক তাদের সকল হোম ম্যাচ নিমের স্তাদ দে কোস্তিয়ে-এ খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৮,৪৮২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জেরোম আর্পিনোঁ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রানি আসাফ। ফরাসি রক্ষণভাগের খেলোয়াড় অতোঁনি ব্রিয়াসো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

নিম ওলাঁপিক
পূর্ণ নামনিম ওলাঁপিক
ডাকনামলে ক্রোকোডাইলস (কুমির)
প্রতিষ্ঠিত১০ এপ্রিল ১৯৩৭; ৮৭ বছর আগে (10 April 1937)
মাঠস্তাদ দে কোস্তিয়ে,
স্তাদ নেমজুজ (ভবিষ্যৎ)[]
ধারণক্ষমতা১৮,৪৮২
সভাপতিফ্রান্স রানি আসাফ
প্রধান কোচফ্রান্স জেরোম আর্পিনোঁ
লিগলীগ ১
২০১৯–২০১৮তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

এপর্যন্ত নিম ওলাঁপিক ১টি লীগ ২ এবং ২টি শম্পিওনাত ন্যাশনালের শিরোপা জয়লাভ করেছে।

আল্ট্রাসের বৃহত্তম দল, গ্ল্যাডিয়েটার্স নিম ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নিম ওলাঁপিকের প্রতিটি হোম ম্যাচ শুরুর পূর্বে জর্জেস বিজেটের অপেরা "কারম্যান"-এর একটি সুর বাজানো হয়ে থাকে। নিমের পার্শ্ববর্তী শহর মোঁপালিয়ের সাথে দীর্ঘদিনের এক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, যা উভয় স্থানের ফুটবল ক্লাবের মধ্যেও বিস্তৃত।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা