মুহাম্মদ সাইদ

ভারতীয় রাজনীতিজ্ঞ
(Mufti Mohammad Sayeed থেকে পুনর্নির্দেশিত)

মুফতি মুহাম্মদ সাইদ (জন্ম: ১২ জানুয়ারি, ১৯৩৬ - ৭ জানুয়ারি, ২০১৬) ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন; যিনি জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির স্থাপক ও বরিষ্ঠ নেতা ছিলেন। তিনি এর আগে ২০০২-২০০৫ পর্যন্ত জম্ম ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৮৯-১৯৯০ পর্যন্ত তিনি ভিপি সিঙের প্রধানমন্ত্রীত্বে ভারতের গৃহমন্ত্রীও ছিলেন। এই সময়ে ১৯৯০ সালে কাশ্মিরী পন্ডিতদের উপর অমানবিক নির্যাতন ঘটে। ভারতের ইতিহাসে তিনিই প্রথম এবং শেষ মুসলমান গৃহমন্ত্রী।

মুফতি মুহাম্মদ সাঈদ
مُفتي مُحَمَد سيٖد
মুফতি মুহাম্মদ সাঈদ (বামে)
জম্মু ও কাশ্মীরের ৬ষ্ঠ মুখ্যমন্ত্রী
কাজের মেয়াদ
১ মার্চ ২০১৫ – ৭ জানুয়ারি ২০১৬
গভর্নরনরেন্দ্রনাথ বোহরা
ডেপুটিনির্মল কুমার সিং
পূর্বসূরীগভর্নর শাসন
উত্তরসূরীমেহবূবা মুফতি
কাজের মেয়াদ
২ নভেম্বর, ২০০২ – ২ নভেম্বর, ২০০৫
গভর্নরগিরিশচন্দ্র সাক্সেনা
শ্রীনিবাস কুমার সিনহা
পূর্বসূরীগভর্নর শাসন
উত্তরসূরীগোলাম নবি আজাদ
গৃহমন্ত্রী
কাজের মেয়াদ
২ ডিসেম্বর, ১৯৮৯ – ১০ নভেম্বর, ১৯৯০
প্রধানমন্ত্রীভিপি সিং
পূর্বসূরীসর্দার বুটা সিং
উত্তরসূরীচন্দ্র শেখর
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৬-০১-১২)১২ জানুয়ারি ১৯৩৬
বিজবেহরা, জম্মু ও কাশ্মীর, ব্রিটিশ ভারত
মৃত্যু৭ জানুয়ারি ২০১৬(2016-01-07) (বয়স ৭৯)
অভাআস, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলজম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি (১৯৯৯-০৭ জানুয়ারি, ২০১৬)
অন্যান্য
রাজনৈতিক দল
ভারতীয় জাতীয় কংগ্রেস (১৯৯১—১৯৯৯; ১৯৮৭-এর আগে)
জনতা দল (১৯৮৭- ১৯৯১)
সন্তান

রাজনৈতিক জীবন সম্পাদনা

'মুফতি মুহাম্মদ সাঈদ তার রাজনৈতিক জীবন শুরু করেন ১৯৫০ সালে ন্যাশনাল কনফারেন্স-টর মাধ্যমে। পরে তিনি ১৯৭২ সালে কংগ্রেসেরর সাথে যুক্ত হন ও জম্মু ও কাশ্মীরে রাজ্যে মন্ত্রী পদ পান। কিন্তু কোনো কারণে তিনি কংগ্রেস ছেড়ে ১৯৮৯ সালে ভিপি সিঙের জনমোর্চায় যোগ দেন, এবং প্রথমবারেরর মতো কোনো মুসলিম ভারতের গৃহমন্ত্রী হয়। ২০০২ সালে তিনি নিজে আলাদাভাবে একটি দল গঠন করেন এবং নভেম্বর, ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত তিনি জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত থাকেন। তারপর ১ মার্চ, ২০১৫য় তিনি আবার জম্মু ও কাশ্মীরেরর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন।

মৃত্যু সম্পাদনা

মুহাম্মদ সাঈদ ২০১৬ সালের ০৭ জানুয়ারি তারিখে নতুন দিল্লির এআইআইএ-তে মৃত্যুবরণ করেন।[১][২][৩][৪] তাকে ২৪ ডিসেম্বর, ২০১৫ তারিখে দিল্লি এইম্স-এ ভর্তি করা হয়। তিনি কিছুদিন ধরে শাঁসককষ্ঠে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়ে ছিলো ৭৯ বছর

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mufti Mohammad Sayeed, chief minister of Jammu and Kashmir, passes away at AIIMS Delhi"Indian Express। ৭ জানুয়ারি ২০১৬। 
  2. "Mufti Mohammad Sayeed passed away"। TelanganaNewspaper। 
  3. "J&K CM Mufti Mohammad Sayeed passes away"ABP Live। ৮ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৬ 
  4. "কাশ্মিরের মুখ্যমন্ত্রী মুফতি মুহাম্মদ সাঈদ পরলোকে, প্রণব-মোদির শোক"। ২৪ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৯  অজানা প্যারামিটার |accessdatr= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:কাশ্মীরের মুখ্যমন্ত্রী