লেগিয়া ওয়ারশ

(Legia Warsaw থেকে পুনর্নির্দেশিত)

লেগিয়া ভারশাভা (পোলীয় উচ্চারণ: [ˈlɛɡʲja varˈʂava], পোলীয়: Legia Warszawa; এছাড়াও লেগিয়া ওয়ারশ নামে পরিচিত) হচ্ছে ওয়ারশ ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে। এই ক্লাবটি ১৯১৬ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়েছে। লেগিয়া ওয়ারশ তাদের সকল হোম ম্যাচ ওয়ারশের স্তাদিওন এম. মার্শাউকা ইয়োজেফা পিউসুদস্কিয়েগোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩১,৮০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আলেকসান্দার ভুকভিচ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন দারিউশ মিওদুস্কি। পোলীয় রক্ষণভাগের খেলোয়াড় আর্তুর জেদরেকজিক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

লেগিয়া ওয়ারশ
পূর্ণ নামলেগিয়া ভারশাভা এসএ
ডাকনামভয়স্কভি, লেগিওনিশৎসি
প্রতিষ্ঠিতমার্চ ১৯১৬; ১০৮ বছর আগে (1916-03)
দ্রুজিনা স্পোর্তোয়া লেগিয়া (লেগিয়া ক্রীড়া দল)
মাঠস্তাদিওন এম. মার্শাউকা ইয়োজেফা পিউসুদস্কিয়েগো
ধারণক্ষমতা৩১,৮০০[১]
সভাপতিপোল্যান্ড দারিউশ মিওদুস্কি
ম্যানেজারযুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র আলেকসান্দার ভুকভিচ
লিগএকস্ত্রাকলাসা
২০১৮–১৯২য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, লেগিয়া ওয়ারশ এপর্যন্ত ৩৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১৩টি একস্ত্রাকলাসা, ১৯টি পোলীয় কাপ এবং ৪টি পোলীয় সুপার কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, লেগিয়া ওয়ারশের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৬৯–৭০ ইউরোপীয় কাপের সেমি-ফাইনালে পৌঁছানো; যেখানে তারা ওলন্দাজ ক্লাব ফেইয়ানর্টের ০–২ গোলে পরাজিত হয়েছিল।

অর্জন সম্পাদনা

ঘরোয়া সম্পাদনা

ইউরোপ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "২০১১–১২ উয়েফা ইউরোপা লীগের পরিসংখ্যান বই" (পিডিএফ)। ২ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০ 
  2. "পোল্যান্ড – চূড়ান্ত পয়েন্ট তালিকা (আরএসএসএফ)"। rsssf.com। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:লেগিয়া ওয়ারশ টেমপ্লেট:একস্ত্রাকলাসা