নপিক্স

(Knoppix থেকে পুনর্নির্দেশিত)

নপিক্স (ইংরেজি: Knoppix)একটি লিনাক্স ভিত্তিক ডিস্ট্রিবিউশান। এটি কোনরকম ইন্সটলেশান প্রক্রিয়া ছাড়াই একটি পূর্ণাঙ্গ অপারেটিং ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। এক্ষেত্রে এদের কে সিডি থেকে বুট করতে হয়। এছাড়া হার্ড ডিস্কে ইন্সটল করে ব্যবহার করার বিকল্পও আছে। মূলত জার্মান প্রোগ্রামারদের প্রচেস্টার ফসল এই নপিক্স।

নপিক্স
এলএক্সডিই-এর সাথে নপিক্স ৭.২
ডেভলপারক্লাউস নপার
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলওপেন সোর্স
প্রাথমিক মুক্তি৩০ সেপ্টেম্বর ২০০০; ২৩ বছর আগে (2000-09-30)
সর্বশেষ মুক্তি৮.২ / ১৪ মে ২০১৮; ৫ বছর আগে (2018-05-14)
ভাষাসমূহজার্মানইংরেজি
হালনাগাদের পদ্ধতিএপিটি (ফ্রন্ট এন্ড এভেইলেবল)
প্যাকেজ ম্যানেজারডিপিকেজি
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ইউজারল্যান্ডগনু
ব্যবহারকারী ইন্টারফেসএলএক্সডিই (পূর্বে কেডিই)
লাইসেন্সফ্রি সফটওয়্যার লাইসেন্স
(প্রধানত গনু জেনারেল পাবলিক লাইসেন্স)[১]
ওয়েবসাইটwww.knopper.net/knoppix/index-en.html
KNOPPIX

তথ্যসূত্র সম্পাদনা